শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

ইউরোপা চ্যাম্পিয়ন আটলান্টা

ট্রেবল জেতা হলো না বায়ার লেভারকুজেনের

ক্রীড়া ডেস্ক

ইউরোপা চ্যাম্পিয়ন আটলান্টা

হারতে ভুলে গিয়েছিল বায়ার লেভারকুজেন। ৫১ ম্যাচের পর থেমে গেল তাদের অজেয় যাত্রা। ট্রেবলও জেতা হলো না জার্মান চ্যাম্পিয়নদের। বুধবার ইউরোপা লিগের ফাইনালে ইতালির আটলান্টার কাছে ৩-০ গোলে হেরে যায় লেভারকুজেন। নাইজেরিয়ার আদেমোলা লোকমানের হ্যাটট্রিকে ৬১ বছর পর কোনো ট্রফি জিতল আটলান্টা। ক্লাব ইতিহাসে এটি তাদের প্রথম ইউরোপিয়ান শিরোপা। বল নিয়ন্ত্রণের দিক দিয়ে পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক আগ্রাসি ছিল আটলান্টা।

২৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে লেভারকুজেন। ১২ মিনিটে লোকমান জাল স্পর্শ করলে লেভারকুজেনের সমর্থকরা নীরব হয়ে যান। গোল শোধের চেষ্টা চালালেও আটলান্টার রক্ষণভাগের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা যে দাপটের স্বাক্ষর রেখেছিল তা ছিটেফোঁটাও ফাইনালে দেখা যায়নি। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল তারা। সত্যি বলতে কী ম্যাচে তাদের ্বড্ড অসহায় দেখাচ্ছিল। পুরো ডিফেন্স লাইন ভেঙে পড়ে। ২৬ মিনিটে আটলান্টার ব্যবধান দ্বিগুণ করেন লোকমানই। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় তারা।

দুই গোলে পিছিয়ে থেকেও চলতি মৌসুমে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে লেভারকুজেনের। তাদের সমর্থকরা আশায় ছিলেন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে জার্মান চ্যাম্পিয়নরা। সেই আশার গুড়েবালি। বরং আরও ভয়ংকর রূপ ধারণ করে ইতালিয়ান ক্লাবটি। ৭৫ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লোকমান। বড় আসরে টানা তিন গোল করে জয়ের নায়ক হন এ নাইজেরিয়ান। ম্যাচের সেরা পুরস্কারও পান তিনি। ট্রেবল জয়ের স্বপ্ন চুরমার হয়ে যাওয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়ে লেভারকুজেন।

সর্বশেষ খবর