শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

কিংসের ম্যাজিকাল মিগেল

ক্রীড়া প্রতিবেদক

কিংসের ম্যাজিকাল মিগেল

বসুন্ধরা কিংস গত ছয় বছরে বাংলাদেশের ফুটবলে অনেক ইতিহাসই গড়েছে। বেশির ভাগ সময়ই কিংসের এসব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। গোল করেছেন তিনি। গোল করিয়েছেন। আবার দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে রবসনের মতোই আরও একজন পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন কিংসের সব অর্জনে। তিনি আরেক ব্রাজিলিয়ান। মিগেল ফিগেইরা। গত বুধবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে প্রধান ভূমিকা ছিল মিগেল ফিগেইরার। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল মোহামেডান। পরের মিনিটেই এক অসাধারণ গোল উপহার দেন মিগেল। যে গোলের তুলনা চলে বিশ্বের বড় বড় তারকাদের বিখ্যাত সব গোলের সঙ্গে। নিজেদের অর্ধ্ব থেকে বল নিয়ে ড্রিবলিং শুরু করেন মিগেল। একে একে পাঁচজন প্রতিপক্ষ ফুটবলারকে বোকা বানিয়ে মোহামেডানের ডি-বক্সে ঢুকে বল জালে জড়ান মিগেল। তার চলার পথে বাধা হতে পারেননি কেউ। এমন গোল দেখে কেবল মেসি-ম্যারাডোনাদের গোলের কথাই মনে ভাবনায় জাগতে পারে। মিগেল ফিগেইরা কেবল ফেডারেশন কাপের ফাইনালেই যে এমন পারফর্ম করলেন তা নয়, প্রায়ই তিনি চোখধাঁধানো গোল করে সবাইকে চমকে দেন। চলতি মৌসুমে লিগে ৮টি গোল করেছেন। ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপেও গোল করেছেন তিনি। বসুন্ধরা কিংস চলতি মৌসুমে ট্রেবল জয় করেছে। এর পেছনে বড় ভূমিকা ছিল মিগেল ফিগেইরার। মাঠে রবসন রবিনহো, ডরিয়েলটন, রাকিব হোসেনদের সঙ্গে তার বোঝাপড়াটা দারুণ। পেছন থেকে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে বল বাড়িয়ে দেন মিগেল। সেই বল ধরে গোলমুখে আক্রমণে যান ডরিয়েলটনরা। মিগেল ম্যাজিক দেখতে দেখতে দর্শকরাও এখন বেশ অভ্যস্ত হয়ে গেছেন। তার পায়ে বল গেলেই গ্যালারিতে গর্জন ওঠে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর