শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

টাইগাররা আত্মবিশ্বাসহীন ক্রিকেট খেলছে

খেলায় হারজিত থাকতেই পারে। কিন্তু আমার কাছে ক্রিকেটারদের সমস্যা মনে হচ্ছে আত্মবিশ্বাসে। আত্মবিশ্বাসহীন ক্রিকেট খেলছে তারা

ক্রীড়া প্রতিবেদক

টাইগাররা আত্মবিশ্বাসহীন ক্রিকেট খেলছে

হাবিবুল বাশার, সাবেক টাইগার অধিনায়ক

টি-২০ বিশ্বকাপের প্রথম আসরের অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার। তার অধিনায়কত্বে শুধু টি-২০ বিশ্বকাপ নয়, ওয়ানডে বিশ্বকাপও খেলেছে বাংলাদেশ। ক্রিকেট ছেড়ে দিলেও বাশার ক্রিকেট থেকে সরে যাননি। নির্বাচক হিসেবে জাতীয় দলের হয়ে ৯ বছর কাজ করেছেন। তার চেয়ে বেশি ক্রিকেটারদের অন্য কেউ চেনে না, জানে না। তিনি খুব ভালো করে জানেন প্রতিটি ক্রিকেটারের নাড়ি নক্ষত্র। এবার তিনি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে দেখবেন একজন ক্রিকেটার হয়ে, সাবেক অধিনায়ক হিসেবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ এখন ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে যুক্তরাষ্ট্রে। খেলাগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন সাবেক অধিনায়ক। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের খেলা দেখছেন বাশার। যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের কাছে প্রথম ম্যাচ নাজমুলরা হেরেছেন ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচ হেরেছেন ৬ রানে। দুই ম্যাচের পারফরম্যান্স দেখে সাবেক অধিনায়ক বাশারের মনে হয়েছে, ক্রিকেটারদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তিনি বলেন, ‘খেলায় হারজিত থাকতেই পারে। কিন্তু আমার কাছে ক্রিকেটারদের সমস্যা মনে হচ্ছে আত্মবিশ্বাসে। আত্মবিশ্বাসহীন ক্রিকেট খেলছে তারা।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে যুক্তরাষ্ট্র উড়ে গেছে টাইগাররা। এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও টি-২০ সিরিজ খেলেছে টাইগাররা। এমন টানা খেলার অভিজ্ঞতা নিয়ে টি-২০ বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্র উড়ে যায় টাইগাররা। কিন্তু প্রথম দুই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছে দল। পারফরম্যান্স করতে পারছে না। দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকারও পরও আত্মবিশ্বাসহীন কেন? বাশার পাল্টা প্রশ্ন করেন, ‘এটা তো আমারও প্রশ্ন। তারা কেন আত্মবিশ্বাসহীন ক্রিকেট খেলছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দলটির অধিকাংশ ক্রিকেটারই কিন্তু ৩০-৪০টি করে টি-২০ ম্যাচ খেলেছে। অনেকেই আবার ৭০-৮০টি ম্যাচ খেলেছে। এমন দল ব্যর্থ হচ্ছে কেন, বুঝতে পারছি না।’ প্রথম ম্যাচে শেষ ৪ ওভারে ৫৫ রান আটকাতে পারেনি। মুস্তাফিজুর রহমান, শরিফুলরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই রান আটকাতে পারেনি। দ্বিতীয় ম্যাচে হাতে ১৮ বলে ২১ রান করতে পারেনি হাতে ৪ উইকেট হাতে নিয়েও।

টি-২০ বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন, ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে। ‘ডি’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে বাংলাদেশ খেলবে কি না, এমন প্রশ্নের উত্তরে বাশার বলেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে যে ৩টি ম্যাচ রয়েছে, সে সবই গুরুত্বপূর্ণ। ম্যাচ তিনটির ওপর দলের বিশ্বকাপের পারফরম্যান্সের গ্রাফ নির্ভর করবে।’ আজ সিরিজের তৃতীয় ম্যাচ এবং ভারত ও আরও একটি ম্যাচ খেলবে। এ ম্যাচগুলোর পারফরম্যান্স টাইগার টি-২০ বিশ্বকাপের পরবর্তী রাউন্ড খেলা নির্ভর করবে।          

সর্বশেষ খবর