শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা
পুরনোদের ধরে রাখাটাই চ্যালেঞ্জ মোহামেডানের

কিংস-আবাহনীর শক্তি বাড়ছে

১ জুন দলবদল শুরু হবে। আন্তর্জাতিক উইন্ডোর সঙ্গে কর্মসূচি ঠিক রাখতে পেশাদার লিগ ব্যবস্থাপনা কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্লাবগুলো তাদের পছন্দের মানসম্পন্ন বিদেশি ফুটবলারদের বাছাই করতে পারবে

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগ এখনো শেষ হয়নি। তবে চলতি মৌসুমের আর কোনো আকর্ষণ নেই। পর্দা নামাটা শুধুই আনুষ্ঠানিকতা। স্বাধীনতা কাপ, পেশাদার লিগ, ফেডারেশন কাপ-তিন আসরেই শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে। বসুন্ধরা কিংস তিন আসরে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো ট্রেবল জিতেছে। বাংলাদেশে পেশাদার ফুটবল শুরু হওয়ার পর শেখ রাসেল ক্রীড়া চক্র প্রথম ট্রেবল জেতে। ২০১২-১৩ মৌসুমে তারা পেশাদার লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে এক মৌসুমে তিনটি ট্রফি জেতে। ২০০২ সালে ঢাকা মোহামেডান জাতীয় লিগ, ঢাকা প্রিমিয়ার ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় স্বাধীনতার পর প্রথম ট্রেবল জেতে। পূর্ব পাকিস্তান আমলেও ১৯৫৯ সালে ঘরোয়া ফুটবলে প্রথম বিভাগ লিগ, স্বাধীনতা দিবস, আগা খান গোল্ডকাপ-এক মৌসুমে তিন শিরোপা জেতে মোহামেডান। তবে বসুন্ধরা কিংসই অভিষেকের পর সবচেয়ে কম সময়ে ট্রেবলের রেকর্ড গড়ে।

২৯ মে পেশাদার লিগের পর্দা নামবে। এরপর ১ জুন দলবদল শুরু হবে। আন্তর্জাতিক উইন্ডোর সঙ্গে কর্মসূচি ঠিক রাখতে পেশাদার লিগ ব্যবস্থাপনা কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্লাবগুলো তাদের পছন্দের মানসম্পন্ন বিদেশি ফুটবলারদের বাছাই করতে পারবে। লিগ শেষের পরই দলবদল শুরু হলেও ক্লাবগুলোকে সমস্যা বা দুশ্চিন্তায় পড়তে হবে না। কেননা দলবদল চলবে আড়াই মাস ধরে। তবে এটা ঠিক, বড় ক্লাবগুলো বসেও নেই। তাদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। দলবদল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তৈরি হয়েছে। টানা পাঁচবার লিগ জেতায় কিংসের সামনে ডবল হ্যাটট্রিক চ্যাম্পিয়নের সুযোগ। পূর্ব পাকিস্তান আমলে ওয়ান্ডারার্স, স্বাধীনতার পর আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংস হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেও কেউ টানা ছয়বার চ্যাম্পিয়ন হয়নি। এমন সুবর্ণ সুযোগ কিংস কাজে লাগাতে চাইবে এটাই স্বাভাবিক।

কিংস আগের চেয়ে শক্তি বাড়াবে এ নিয়ে সংশয় নেই। ক্লাব সভাপতি ইমরুল হাসান সে আভাসই দিয়েছেন। কিন্তু কাকে নেওয়া বা ছাড়া হবে তা এড়িয়ে গেছেন। শোনা যাচ্ছে, দলের বিদেশি ফুটবলারের তালিকায় নতুন মৌসুমে নতুন মুখের দেখা মেলার সম্ভাবনা বেশি। স্থানীয়দের মধ্যে অধিকাংশকে রাখা হচ্ছে। যাদের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় তাদের ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। কিংস আগমনের পরই ঢাকা আবাহনীর লিগ জেতা যেন স্বপ্নে পরিণত হয়েছে। সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হলেও টানা পাঁচ মৌসুম লিগ শিরোপা থেকে বঞ্চিত তারা। কিংস সামনে চ্যাম্পিয়ন হলে তাদের ছুঁয়ে ফেলবে। লিগ তো আছেই, টানা দুই মৌসুম তারা ট্রফিশূন্য।

আবাহনীর কেউ দলবদলের ব্যাপারে কথা না বললেও তারা লিগ চলাকালেই পছন্দের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শুরু করেছে। কাউকে অগ্রিম পেমেন্ট দিয়ে দলে নেওয়া নিশ্চিত করেছে। এদিকে পেশাদার লিগ জেতাটা স্বপ্ন হয়ে থাকলেও গত দুই মৌসুমে ঢাকা মোহামেডানের রূপ অনেকটাই বদলে গেছে। গতবার দীর্ঘদিন পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার স্বাধীনতা কাপ আর ফেডারেশন কাপে রানার্সআপ হয়েছে। লিগেও দ্বিতীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দলটির বড় সুবিধা হচ্ছে তরুণরা টানা কয়েক মৌসুম ধরে খেলায় ভালোভাবে সেট হয়ে গেছে। অথচ শক্তি বাড়ানোর বদলে পুরনোদের ধরে রাখাটাই মোহামেডানের জন্য চ্যালেঞ্জ। শোনা যাচ্ছে, মুরাদ, মেহেদী, ইমন ও জাফর ইকবালের ঘরছাড়া নাকি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে।

ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন-মোহামেডানের এক পরিচালক অন্য দলের শক্তি বাড়াতে বড় অঙ্কের ডোনেশন দিয়েছেন। ব্যবসায়িক কারণেই নাকি তিনি এ কাজ করতে বাধ্য হয়েছেন। ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তাহলে দলের শক্তি বাড়বে কীভাবে? পেশাদার লিগে চ্যাম্পিয়ন দুই দল শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রও নতুন মৌসুমে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়েছে।

 

সর্বশেষ খবর