শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

দ্রুততম কিশোরী সুমাইয়া

ক্রীড়া প্রতিবেদক

দ্রুততম কিশোরী সুমাইয়া

শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রথম দিনে ৩টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ১০০ মিটার (কিশোরী) ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির সুমাইয়া আক্তার (১২.৪৯ সে.)। এই ইভেন্টে রেকর্ড ছিল সোনিয়া আক্তারের (১২.৬৬ সে.)। ১৫০০ মিটার (কিশোর) ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মো. শাওন (৪:১৪.১২ সে.)। পূর্বে এই ইভেন্টে রেকর্ড ছিল বিজয় মল্লিকের (৪:১৯.২০ সে.)। শটপুট (কিশোরী) ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির শারমিন আক্তার (১২.১০ মিটার)। এই ইভেন্টে আগের রেকর্ড ছিল তাহমিনার (১০.৪২ মিটার)। এ ছাড়া গতকাল ১০০ মিটার (বালক) ইভেন্টে বিকেএসপির মো. শিপন মিয়া ১১.৩৭ সে. সময় নিয়ে এবং ১০০ মিটার (বালিকা) ইভেন্টে মিম আক্তার ১২.৭০ সে. সময় নিয়ে সেরা হয়েছেন। ১০০ মিটার (কিশোর) ইভেন্টে বিকেএসপির দেলোয়ার হোসেন ১১.২০ সে. সময় নিয়ে সেরা হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর