রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

বিশ্বকাপের শুরুতেই ফিরছেন তাসকিন

এখন থেকে হয়তো স্ট্রেংথ ও ফিটনেস ট্রেনিং করবে। আশা করা যায়, ৫ তারিখের মধ্যে হয়তো সে পূর্ণ রান আপে বোলিং করবে। এমন পরিকল্পনা করা হয়েছে। এটা সম্ভাব্য। আমি যে কথাগুলো বললাম, সবই সম্ভাব্য। এমনটা পরিকল্পনা। সব তো পরিকল্পনা মতো হয় না সবসময়। কিছুটা এগোতেও পারে, আবার কখনো পিছিয়েও যায় -গাজী আশরাফ হোসেন লিপু, প্রধান নির্বাচক, বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের শুরুতেই ফিরছেন তাসকিন

আইসিসি টি-২০ বিশ্বকাপ যাত্রার আগেই বড় দুঃসংবাদ ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য। তাসকিন আহমেদের ইনজুরি সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। অবশ্য আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপে তাসকিনকে শুরুর দিকে না হলেও মাঝামাঝি পর্যায়ে পাওয়া যাবে। সেই আশাতেই তাসকিনকে নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছে টাইগাররা। এবার বড় সুখবর পাওয়া গেল। সময়ের আগেই মাঠে ফিরছেন তাসকিন আহমেদ। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিনের সবশেষ অবস্থা জানান প্রধান নির্বাচক।

লিপু বলেন, ‘আমাদের ফিজিও বায়েজিদ (বায়েজিদুল ইসলাম) জানিয়েছেন, তারা যে গতিতে তাসকিনের সেরে ওঠার কথা চিন্তা করেছেন, তার চেয়ে কিছুটা এগিয়ে আছে তাসকিন। ভালো সাড়া দিচ্ছে সে। তারা আশাবাদী, ৩১ তারিখ (৩১ মে) নাগাদ আবার পর্যবেক্ষণ করে হয়তো তাসকিন বোলিং শুরু করবে ১ (জুন) তারিখ থেকে। যদি সবকিছু পরিকল্পনামাফিক হয়।’ এটা অনেক বড় সুখবর। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন। মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এর আগেই তাসকিন পুরোপুরি ফিট হয়ে যাবেন কি না তা বলা কঠিন। প্রধান নির্বাচক বলেন, ‘এখন থেকে হয়তো স্ট্রেংথ ও ফিটনেস ট্রেনিং করবে। আশা করা যায়, ৫ তারিখের মধ্যে হয়তো সে পূর্ণ রান আপে বোলিং করবে। এমন পরিকল্পনা করা হয়েছে। এটা সম্ভাব্য। আমি যে কথাগুলো বললাম, সবই সম্ভাব্য। এমনটা পরিকল্পনা। সব তো পরিকল্পনা মতো হয় না সবসময়। কিছুটা এগোতেও পারে, আবার কখনো পিছিয়েও যায়।’

বাংলাদেশের পেস আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। বল হাতে মাঠে নামলেই উইকেট শিকার করেন তিনি। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলে গত দশ ম্যাচেই উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে এক উইকেট শিকার করেছেন কেবল একবার। বেশির ভাগই তিনি দুই কিংবা তিন উইকেট শিকার করেছেন। দারুণ ফর্মে থাকা বোলারকে বিশ্বকাপের শুরুর দিকে পেলে টাইগারদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে হেরেছে টাইগাররা। সিরিজের ট্রফি জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপে তাসকিনকে নিয়ে পূর্ণ শক্তির নাজমুল বাহিনীকেই দেখতে পারেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ৫ জুন পূর্ণ রান-আপে বোলিং করার কথা তাসকিনের। এমনটা সম্ভব হলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই তো তাকে দেখা যেতে পারে! অবশ্য এখনো সবকিছুই কেবল সম্ভাবনা।

 

 

সর্বশেষ খবর