রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা
শেখ রাসেলের জয়

আবারও নেমে গেল ব্রাদার্স ইউনিয়ন

ক্রীড়া প্রতিবেদক

আবারও নেমে গেল ব্রাদার্স ইউনিয়ন

১৯৭৫ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে অভিষেক ব্রাদার্স ইউনিয়নের। ২০১৭ সালে অবনমন হয়েছিল গোপিবাগের ঐতিহ্যবাহী ক্লাবটির। চলতি মৌসুমে পেশাদার লিগে ফিরেও টিকতে পারল না তারা। পুনরায় নেমে গেল এক সময়ে তৃতীয় শক্তিখ্যাত ব্রাদার্স। গতকাল রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে শেখ রাসেলের কাছে ২-৩ গোলে হেরে যায়। এর ফলে ১৭ ম্যাচে ৭ পয়েন্ট তাদের অ্যাকাউন্টে। শেষ ম্যাচে পুলিশকে হারালেও পয়েন্ট দাঁড়াবে ১০। শেখ রাসেলের সুমন রেজা, আখর ও চন্দন গোল করেন। অন্য দিকে ব্রাদার্সের এলিটা কিংসলে দুই গোল করেন। এদিকে মোহামেডান ও আবাহনীর রানার্সআপের লড়াই জমে উঠেছে। ২৯ মে দুই দলের শেষ ম্যাচে নির্ধারিত হবে রানার্সআপ। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে মোহামেডান ৩-১ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডিকে। অধিনায়ক সুলেমান দিয়াবাতে ২ ও এমানুয়েল ১টি গোল করেন। পেনাল্টি থেকে জামালের খোলমাতভ ১টি গোল শোধ করেন। মুন্সীগঞ্জ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে স্টুয়ার্ট কর্নেলিয়াসের হ্যাটট্রিকে ঢাকা আবাহনী ৩-২ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায়। এই জয়ে ১৭ ম্যাচে দুই দলের সংগ্রহ ৩২ পয়েন্ট। তবে শেষ ম্যাচ ড্র করলেই গোল পার্থক্যে মোহামেডান রানার্সআপ হবে।

সর্বশেষ খবর