রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

আইপিএলের ফাইনাল আজ কলকাতা না হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক

২ জুন থেকে মাঠে গড়াচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার আগে বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ফাইনাল আজ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারে এ হায়দরাবাদকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয় শাহরুখ খানের দল কলকাতা। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে ওঠে হায়দরাবাদ। ১৭তম আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দলের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে কারও জায়গা হয়নি। যারা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে কলকাতা ও হায়দরাবাদের কেউ নেই। শুধু রিজার্ভ খেলোয়াড় হিসেবে কলকাতার রিংকু সিংকে রাখা হয়েছে।

যে কোনো দেশের জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়রাই তো বড় তারকা হিসেবে বিবেচিত হন। আর ভারতের সুপারস্টার মানেই তো জাতীয় দলের। ফাইনালে লোকাল কোনো তারকা খেলোয়াড়ের দেখা মিলবে না। একে ভারতীয় তারকাশূন্য ফাইনালই বলা যায়। তার পরও শিরোপার লড়াই বলে আকর্ষণ তো থাকবেই। কে হবে চ্যাম্পিয়ন-কলকাতা না হায়দরাবাদ?

 

 

সর্বশেষ খবর