সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

কোরিয়াকে পাত্তাই দিল না বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ কাবাডির জমকালো উদ্বোধন

রাশেদুর রহমান

কোরিয়াকে পাত্তাই দিল না বাংলাদেশ

বাংলাদেশ রেইডে গেলেই গ্যালারিতে শোর ওঠে, ‘মার, মার’। আবার কোরিয়ানরা রেইডে এলেই শোনা যায় ‘ধর, ধর’ আওয়াজ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক। জাতীয় খেলা কাবাডিতে মেতে উঠেছেন সবাই। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে গতকাল উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

আরদুজ্জামান, মিজানুর রহমান, আল আমিনরা একে একে রেইডে যাচ্ছেন। এক, দুই কিংবা তার চেয়েও বেশি কোরিয়ান খেলোয়াড়কে ছুঁয়ে দিয়ে কোর্ট ছাড়া করছেন তারা। একবার তো আল আমিন চারজনের বাধা টপকে নিজের কোর্টে ফিরে আসেন। একে একে কোরিয়ানদের আউট করে পাঁচটি লোনা পায় বাংলাদেশ। মিজানুর রহমান একাই দলকে উপহার দেন ২১ পয়েন্ট। অধিনায়ক আরদুজ্জামান এনে দেন ১০ পয়েন্ট।

ম্যাচসেরার পুরস্কার হাতে মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছি। এ ধারাবাহিকতা ধরে রেখে আমরা পুরো টুর্নামেন্টে খেলতে চাই। শিরোপা জিততে চাই।’ বাংলাদেশের কোচ আবদুল জলিল বলেন, ‘কোরিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে দল জেতায় আমি অত্যন্ত আনন্দিত। ছেলেদের যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছিল সেটা তারা ম্যাচে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। আগামীকাল (আজ) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে। সেখানেও আশাকরি ছেলেরা প্রত্যাশিত জয় ছিনিয়ে আনবে।’ এদিকে বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আরেক দেশ জাপানও হেরে গেছে। ইরাক তাদের হারিয়েছে ৫০-৪০ পয়েন্টে। নেপাল মালয়েশিয়াকে হারায় ৬৭-৩০ পয়েন্টে।

গতকাল বিকালে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খেলাগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা করেছি। এ তালিকায় কাবাডিও আছে।’ তিনি টানা চতুর্থবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করায় ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান। এবারের আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার ১২টি দল অংশ নিচ্ছে। আগের তিনবারেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেছেন, ‘এবার অনেক   শক্তিশালী দল এসেছে। আমরা এবারেও    চ্যাম্পিয়ন হতে চাই।’ উদ্বোধন ও বক্তব্য পর্ব শেষে বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক দলের শিল্পীরা মনোমুগ্ধকর নাচে মাতিয়ে তোলেন পুরো স্টেডিয়াম। নেচে-গেয়ে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরে গাজীপুরের ভানুয়ায় অবস্থিত সরকারি শিশু পরিবারের সদস্যরা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দেশের সংস্কৃতি উপস্থাপন করেন পুলিশ সাংস্কৃতিক দলের শিল্পীরা। ভিন্ন ভিন্ন ভাষায় গান বেজে ওঠে সাউন্ড বক্সে। সেই গানের তালে তালে নাচতে থাকেন শিল্পীরা। মনোমুগ্ধকর এই প্রদর্শনীর পর বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিতে মেতে ওঠেন দর্শকরা। ‘কাবাডি, কাবাডি’ শব্দ দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়িয়ে দেয় অনেক।

 

 

সর্বশেষ খবর