সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

তৌহিদের স্বপ্ন সেমিফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

তৌহিদের স্বপ্ন সেমিফাইনাল

অভিবাসী দল যুক্তরাষ্ট্র সিরিজের শেষ টি-২০ ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। যদিও টি-২০ বিশ্বকাপের সহআয়োজক দেশটি প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে। মুস্তাফিজুর রহমানের রেকর্ড গড়া বোলিংয়ে মার্কিনীদের ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই প্রথম টি-২০ ক্রিকেটে ১০ উইকেটে কোনো দলকে হারিয়েছে বাংলাদেশ। জয়ের এই উচ্ছ্বাস নিয়ে ২ জুন শুরু টি-২০ বিশ্বকাপের মূল মঞ্চে নামবেন নাজমুলরা। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন। মূল মঞ্চে নামার আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে টাইগারদের যে পারফরম্যান্স তাতে বড় কোনো স্বপ্ন দেখা হিমালয় ডিঙানোর মতো! কিন্তু দলের অন্যতম সেরা ব্যাটার ও ভরসা তৌহিদ হৃদয় স্বপ্ন দেখছেন আকাশছোঁয়ার। দলনায়ক নাজমুল শান্ত ও হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে দেশ ছাড়ার আগে দ্বিতীয় রাউন্ডকে টার্গেট বলেছিলেন। তৌহিদ বলছেন সেমিফাইনালের কথা। তিনি বলেন, ‘এবারের টি-২০ বিশ্বকাপে নিজের নামের পাশে কিছু দেখতে চাই না। আমি চাই দল যেন ভালো করে। আমার জায়গা থেকে অবশ্যই নিজের সেরাটা খেলব। অবদান রাখার চেষ্টা করব। আমি চাই আমার দল (বাংলাদেশ) কমপক্ষে সেমিফাইনাল খেলুক।’ বাস্তবতার নিরিখে কতটা সম্ভব?        

টাইগারদের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার তৌহিদ হৃদয়। বিশেষ করে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ২০২০ সালে অনূর্ধŸ-১৯ যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশের সদস্য ২৩ বছর বয়সি তৌহিদ। সে হিসেবে বড় আসর জয়ের অভিজ্ঞতা আছে তার। এবার টি-২০ বিশ্বকাপ খেলছেন। এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। টি-২০ ক্যারিয়ার খুব বড় নয় ডানহাতি ব্যাটারের। এখন পর্যন্ত ২২ ম্যাচের ১৯ ইনিংসে রান করেছেন ৪৫৪। সেঞ্চুরি নেই। হাফ সেঞ্চুরি দুটি। মার্কিন দলের বিপক্ষে প্রথম ম্যাচে করেছেন ৫৮ রান। জিম্বাবুয়ের বিপক্ষে রয়েছে ৫৭ রানের আরও একটি হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট ১৩১.৫৯। বাউন্ডারি ৫৩টি ও ছক্কা মেরেছেন ২০টি। টি-২০ ক্রিকেটে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলেছে। এর বেশি যেতে পারেনি। সেমিফাইনাল খেলাটা ভীষণ কঠিন। কারণ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দল থাকার পর সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখা একটু বেশিই। তারপরও তৌহিদ স্বপ্ন দেখছেন সেমিফাইনাল খেলার। শুধু টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নয়, ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তিনি, ‘এখনো অনুভব করি অনূর্ধ-১৯ যুব বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলো। এখন সময় এসেছে জাতীয় দলের হয়ে এশিয়া কাপ, বিশ্বকাপে ভালো করা। কাপ জিততে চাই। শুধু আমি না, আমরা সবাই চাই। আমরা যদি আমাদের দিক থেকে ভালো করতে পারি, তাহলে বেশি দেরি নেই।’ একই সঙ্গে বলেন বিশ্বমঞ্চে ভালো করাটা খুবই জরুরি। তিনি বলেন, ‘আইসিসি ইভেন্ট জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন জিতব, তখন আমাদের সেভাবেই মূল্যায়ন করা হবে। বড় বড় দলের খেলোয়াড়দের যেভাবে মূল্যায়ন করা হয়।’

সর্বশেষ খবর