সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

কলকাতা নাইটরাইডার্স চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

শাহবাজ আহমেদের ১১তম ওভারের তৃতীয় বলটি ছিল অফ স্ট্যাম্পের বাইরে। হাফসেঞ্চুরি করা ভেঙ্কাটেশ আইয়ার অফ স্ট্যাম্পের বাইরের বলটিকে টেনে সুইপ করতে চাইলেন। বল ব্যাটের কোনায় লেগে উইকেটরক্ষককে ফাঁকি দিয়ে ফাইন লেগে যেতেই ৫২ রানে অপরাজিত ভেঙ্কাটেশ প্রান্ত বদল করেন অধিনায়ক শ্রেয়ার আইয়ারের সঙ্গে। ওই রানেই কলকাতা নাইটরাইডার্স ৫৭ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে আইপিএলের ১৭তম আসরের শিরোপা জিতেছে। কলকাতা এ নিয়ে তৃতীয়বার আইপিএলের শিরোপা জিতেছে এবং ১ বার রানার্সআপ হয়েছে। ২০১২ সালে কলকাতা প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে। ২০২১ সালে রানার্সআপ হয়েছিল চেন্নাইয়ের কাছে হেরে। মাঠে বসে দলের শিরোপা উৎসব দেখেছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। প্রথমে ব্যাটিংয়ে হায়দরাবাদ ১১৩ রান করে ১৮.৩ ওভারে। কলকাতা সেটা টপকে যায় ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে।     

সর্বশেষ খবর