মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

রানার্সআপ হয়ে বিদায় জাভির

ক্রীড়া ডেস্ক

রানার্সআপ হয়ে বিদায় জাভির

বার্সেলোনার ফুটবলার হিসেবে ২০১৫ সালে ক্লাব ছাড়েন জাভি হার্নান্দেজ। সেবার লা লিগার ট্রফি জয় করেছিল বার্সেলোনা। কেবল লিগই নয়, জয় করেছিল কোপা দেল রে কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও। ট্রেবল জিতে ক্লাব ছেড়েছিলেন জাভি হার্নান্দেজ। এবার কোচ হিসেবে ক্লাব ছাড়লেন শূন্য হাতে। চলতি মৌসুমে কোনো ট্রফিই জিততে পারলেন না জাভি। রবিবার রাতেই ছিল চলতি মৌসুমে বার্সেলোনার শেষ ম্যাচ। সেভিয়ার বিপক্ষে সেই ম্যাচে বিদায়ী কোচকে জয় উপহার দিয়েছেন লেবানডস্কিরা। ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সেলোনার পক্ষে একটি করে গোল করেন রবার্ট লেবানডস্কি ও ফারমিন লোপেজ। সেভিয়ার পক্ষে একটি গোল করেন ইউসেফ। এ জয়ে ৩৮ ম্যাচে ৮৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হয়ে লা লিগায় মৌসুম শেষ করল বার্সেলোনা। চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৯৫ পয়েন্ট। সামনের মৌসুমে স্পেন থেকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা-রিয়ালের পাশাপাশি খেলবে জিরোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। বিদায়ের মুহূর্তে জাভি হার্নান্দেজ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি নিজের দায়িত্ব চালিয়ে যেতে চেয়েছিলাম। তবে এটা হলো না। ক্লাব তাদের সিদ্ধান্ত নিয়েছে। আর ক্লাবই সবার ওপরে।’ নতুন কোচ হিসেবে বার্সেলোনায় আসছেন হ্যান্সি ফ্লিক। তাকে উপদেশ দিয়েছেন জাভি। বলেছেন, ‘আমি তাকে (ফ্লিক) বলতে চাই, কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আপনাকে অনেক ভুগতে হবে এখানে। এটা একটা কঠিন দায়িত্ব। তবে আপনাকে সব সময়ই ধৈর্য ধারণ করতে হবে।’ বার্সেলোনা ছাড়ার পর জাভির পরবর্তী গন্তব্য কোথায় হবে তা এখনো নিশ্চিত নয়।

সর্বশেষ খবর