শিরোনাম
মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

ম্যানসিটি ছাড়ছেন গার্ডিওলা!

ম্যানসিটি ছাড়ছেন গার্ডিওলা!

ম্যানচেস্টার সিটিকে বিশ্বের সেরা দল হিসেবে গড়ে তুলেছেন পেপ গার্ডিওলা। গত মৌসুমে জয় করেছেন ট্রেবল। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি এফএ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও জয় করেছে দলটা। চলতি মৌসুমে জয় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ২০১৬ সালে এ ক্লাবে যোগ দেওয়ার পর ১৭টি ট্রফি জয় করেছেন গার্ডিওলা। এর মধ্যে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ছাড়াও আছে ফিফা ক্লাব বিশ্বকাপ। একটি ক্লাবের পক্ষে সম্ভব এমন সব শিরোপাই জয় করেছেন তিনি। এবার সম্ভবত ক্লাব ছাড়ছেন তিনি। আগেই বলেছিলেন, ধীরে ধীরে ক্লাব ছাড়ার দিকে এগিয়ে চলেছেন তিনি। এখনো নতুন কোনো চুক্তি করেননি গার্ডিওলা। তবে কি সত্যিই ম্যানসিটি ছাড়ছেন এই স্প্যানিশ কোচ!

 

সর্বশেষ খবর