মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

দলে অবদান রাখতে চান রিশাদ

ক্রীড়া প্রতিবেদক

দলে অবদান রাখতে চান রিশাদ

বয়স মাত্র ২১। অনেক ক্রিকেটার এই বয়সে ক্যারিয়ার গড়তে ব্যস্ত থাকেন। রিশাদ হোসেন বাংলাদেশের হয়ে খেলছেন এবং নিঃসন্দেহে দেশসেরা লেগ স্পিনার। টাইগারদের পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলতে রিশাদ বর্তমানে যুক্তরাষ্ট্রে। এ তরুণ লেগ স্পিনার গুরু হিসেবে পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার মুশতাক আহমেদকে। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন। এখন টাইগারদের খন্ডকালীন স্পিন কোচ। তার কোচিংয়ে নিজেকে আরও শাণিত করে নিচ্ছেন রিশাদ। সিমিং অলরাউন্ডারের মতো একজন বিশ্বমানের লেগ স্পিনারের অভাবে ভুগছে বাংলাদেশ বহু বছর। জুবায়ের হোসেন লিখন, আমিনুল বিপ্লবদের অনেকেই দেশের হয়ে খেলেছেন। কিন্তু স্থায়ী হতে পারেননি। জাতীয় দলে স্থায়ী হওয়ার সম্ভব উজ্জ্বল ডান হাতি লেগ স্পিনার রিশাদের। শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স তার। ৭-৮ নম্বর পজিশনে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। সিলেটে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ৮ নম্বর পজিশনে ৩০ বলে ৫৩ রানের টর্নেডো ইনিংস খেলেছিলেন। ইনিংসটিতে কোনো বাউন্ডারি না থাকলেও ছিল ৭টি ছক্কা। টি-২০ বিশ্বকাপে নিয়মিত খেলার সম্ভাবনাই বেশি। মার্কিন সিরিজ শেষ করে এখন বিশ্বকাপের মূল মঞ্চে নামার অপেক্ষায় রিশাদ। জাতীয় দলে সব বিভাগেই অবদান রাখতে চান এ লেগ স্পিনার। তিনি বলেন, ‘আমি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই দলের প্রয়োজনে অবদান রাখতে চাই। ইনশাআল্লাহ সবসময় এটাই চেষ্টা করব।’  দীর্ঘকায় রিশাদ একটু জোরে বোলিং করেন। এবারের বিশ্বকাপে ট্রামকার্ড হতে পারেন নাজমুল বাহিনীর। ২১ বছরে জাতীয় দলে খেলছেন। নিজের টার্গেট নিয়ে বলেন, ‘আমি লেগ স্পিনার হিসেবে খেলা শুরু করি। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল আরও বড় কিছু করার। এ জন্য কঠোর পরিশ্রম করছি।’ এখন পেয়েছেন গুরু হিসেবে পাকিস্তানি কিংবদন্তি লেগ স্পিনার মুশতাককে। তার কোচিংয়ে নিজেকে শাণিত করছেন। তিনি বলেন, ‘বিশ্বমঞ্চে নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। উনার দাপুটে পারফরম্যান্স সম্পর্কে জানিয়েছেন। জানতে চেয়েছিলাম, বড় মঞ্চে পারফর্ম করতে কীভাবে কাম অ্যান্ড কুল থাকা যায়। উনি জানিয়েছেন, মাথা যত ঠান্ডা রাখা যায়, তত ভালো পারফর্মেও সুযোগ থাকে।’

 

সর্বশেষ খবর