বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

রানার্সআপের লড়াইয়ে আবাহনী-মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

রানার্সআপের লড়াইয়ে আবাহনী-মোহামেডান

নতুনত্ব ও চমকে ভরপুর ঘরোয়া ফুটবল মৌসুমের পর্দা নামছে আজ। ২০০৭ মৌসুমে পেশাদার লিগে যাত্রা হলেও দর্শকদের কাছে টানতে পারছিল না। প্রায় শূন্য পড়েছিল গ্যালারি। নতুন দল হিসেবে আবির্ভাবের পর বসুন্ধরা কিংসই ফুটবলকে জাগিয়ে তোলে নতুনভাবে। ২০১৮-১৯ মৌসুমে আগমনের পর থেকে টানা পাঁচবার লিগ জিতে ইতিহাস গড়েছে তারা। চলতি মৌসুমে লিগ ছাড়াও স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবলও জেতার গৌরব অর্জন করেছে কিংস। আজই শেষ হচ্ছে তাদের ইতিহাস গড়া আরেকটি সফল মিশন। বসুন্ধরা কিংস অ্যারিনায় লিগের শেষ ম্যাচে কিংস লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে। বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট কিংসের। আজ জিতলে দশ দলের ডাবল লিগে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪৫। প্রথম লেগে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। আজ গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডানের লড়াইয়ে গুরুত্ব রয়েছে। এ ম্যাচেই নির্ধারিত হবে লিগের রানার্সআপ। ১৭ ম্যাচে দুই দলের সংগ্রহ ৩২ পয়েন্ট। তবে মোহামেডান ড্র করলেই গোল ব্যবধানে এগিয়ে রানার্সআপ হয়ে যাবে। রানার্সআপের অবস্থান ধরে রাখতে আবাহনীর জয় ছাড়া বিকল্প রাস্তা নেই। শেষ দিনে সব মিলিয়ে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুলিশ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ফর্টিস ও চট্টগ্রাম আবাহনী লড়বে। অন্যদিকে রহমতগঞ্জের ম্যাচ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল ঘরোয়া ফুটবলে নতুন আসর। ফিকশ্চার, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণে সাবেক তারকাদের আমন্ত্রণ এমনকি ট্রফিতে আনা হয়েছে চমক। সবমিলিয়ে সফল এক আসরের পর্দা নামছে আজ।

সর্বশেষ খবর