বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

রানার্সআপ মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

রানার্সআপ মোহামেডান

পেশাদার ফুটবল লিগ শুরু হওয়ার পর মোহামেডান কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। রানার্সআপ হওয়াটাও কঠিন ছিল তাদের জন্য। অবশেষে ১৪ বছর পর রানার্সআপ হলো ঐতিহ্যবাহী দল মোহামেডান। ২০০৯-১০ মৌসুমে এর আগে শেষবার রানার্সআপ হয়েছিল মোহামেডান। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ২-১ গোলে হারায় সাদাকালোরা। মোহামেডানের পক্ষে দুটি গোলই করেন আরিফ হোসেন। এদিকে গতকাল ছিল মৌসুমের শেষ দিন। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। কিংসের পক্ষে ১টি করে গোল করেন মিগেল, রাকিব ও মোরসালিন। ম্যাচে অবশ্য বালাবানোভিচের গোলে এগিয়ে গিয়েছিল শেখ রাসেলই। তবে পরাজয় রুখতে পারেনি তারা। এ ছাড়াও গতকাল ফর্টিস ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে, রহমতগঞ্জ ২-০ গোলে শেখ জামালকে এবং পুলিশ ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা ৪৫ ও রানার্সআপ মোহামেডানের পয়েন্ট ৩৫। নিয়ে শীর্ষে। ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোহামেডান। আবাহনী ৩২ পয়েন্ট নিয়ে তিনে এবং পুলিশ ২৬ পয়েন্ট নিয়ে চারে থেকে মৌসুম শেষ করেছে। ২৪ পয়েন্ট নিয়ে ফর্টিস পাঁচে, ১৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ছয়ে অবস্থান করছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর