বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

জিমন্যাস্টিকসে সোনা জিতে দীপার ইতিহাস

ক্রীড়া ডেস্ক

জিমন্যাস্টিকসে সোনা জিতে দীপার ইতিহাস

এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে ইতিহাস গড়েছেন ভারতীয় বাঙালি মেয়ে দীপা কর্মকার। তিনি উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ভল্ট ইভেন্টে ১৩.৫৬৬ স্কোর করে সেরা হয়েছেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনার পদক জিতলেন তিনি। ২০১৫ সালে এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয় করেন দীপা। ২০১৬ সালে রিও অলিম্পিকেও দুর্দান্ত লড়াই করেছিলেন তিনি। পদক হাতছাড়া হয়েছিল অল্পের জন্য। সেবার ১৫.০৬৬ স্কোর করে চতুর্থ হয়েছিলেন দীপা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে ইতিহাস গড়ার পর ভারতীয় মিডিয়াকে তিনি বলেন, ‘আমি বোঝাতে পারব না যে কতটা খুশি হয়েছি। অস্ত্রোপচার ও নির্বাসন কাটিয়ে এই পারফরম্যান্স। ভারতের আর কোনো জিমন্যাস্ট অতীতে করতে পারেনি। এ পদক অবশ্যই স্পেশ্যাল। আমি অবশ্যই ধন্যবাদ জানাব আমার কোচ বিশ্বেস্বর নন্দী স্যারকে। কঠিন সময়ে তিনি আমার সঙ্গে ছিলেন।’ ডোপ টেস্টে দোষী হওয়ায় ২১ মাসের নির্বাসনে ছিলেন দীপা। নির্বাসন কাটিয়ে ফিরেই দেশকে উপহার দিলেন সোনার পদক।

 

সর্বশেষ খবর