বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

নারী দলে চার নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক

৩১ মে ও ৩ জুন বসুন্ধরা কিংস অ্যারিনায় বাংলাদেশ নারী জাতীয় দল দুটি প্রীতি ম্যাচ খেলবে চায়নিজ তাইপের বিপক্ষে। সে ম্যাচে অংশ নিতে গতকাল সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সাবিনা খাতুনই বাংলাদেশের নেতৃত্ব দেবেন। প্রথমবারের মতো নারী দলের ডাক পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ফরোয়ার্ড সাগরিকা ও সুরভী আখন্দ প্রীতি। চারজনই বয়সভিত্তিক সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে ছিলেন। প্রীতি ম্যাচ দিয়েই নারী দলে কোচ হিসেবে জেমস বাটলারের অভিষেক হচ্ছে। চায়নিজ তাইপে র‌্যাঙ্কিং বিচারে শক্তিশালী দল। তাদের অবস্থান ৪০ আর বাংলাদেশের ১৪০। অধিনায়ক সাবিনাও স্বীকার করেছেন, ‘চায়নিজ তাইপে শক্তিশালী। তাদের বিপক্ষে ম্যাচ কঠিন হবে। তবে আমরা মাঠেই ছিলাম, তাই ভালো করার ব্যাপারে আশাবাদী।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর