শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দল এখন ব্যস্ত টি-২০ বিশ্বকাপ নিয়ে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ টাইগার্সের ব্যানারে। অনুশীলন করছে হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডও। বাংলাদেশ ক্রিকেটে পাইপলাইন শক্তিশালী করতে এইচপি, বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ ‘এ’ দলের ব্যানারে বেশি করে খেলার ব্যবস্থা করছে বিসিবি। গতকাল নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য খান আবদুর রাজ্জাক জানিয়েছেন, জুলাইয়ের মাঝামাঝি ২টি চার দিনের ম্যাচ, ৩টি ওয়ানডে ও একটি টি-২০ টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে এইচপি ইউনিট। আগস্টে ২টি চার দিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে ‘এ’ দল। চার দিনের ম্যাচগুলো খেলার জন্য ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড গড়বে। অস্ট্রেলিয়া সফরের শুরুতে ওয়ানডে সিরিজ, এরপর দুটি চার দিনের ম্যাচ এবং সর্বশেষ টি-২০ টুর্নামেন্ট। যদিও চার দিনের ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। হয়তো কোনো রাজ্য দলের বিপক্ষে খেলবে ‘এ’ দল। সেপ্টেম্বরের শেষে ২টি চার দিনের ও ৩টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল।

 

সর্বশেষ খবর