বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

কাবাডিতে হ্যাটট্রিক জয়

ক্রীড়া প্রতিবেদক

চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ দাপট ধরে রেখেছে। গতকাল মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ৫৯-১৯ পয়েন্টে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। হ্যাটট্রিক জয়ে সেমিফাইনাল খেলা অনেকটা নিশ্চিত। আজ পোল্যান্ডের বিপক্ষে লড়বে লাল-সবুজের দল। শুরু থেকেই আরজুজ্জামান, জিয়া ও মিজানরা দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে ইন্দোনেশিয়াকে দিশাহারা করে রাখেন। স্বাগতিকরা এতটা কৌশলী খেলা খেলেন যে, একপর্যায়ে ১৭-০ পয়েন্টে এগিয়ে যান। প্রথমার্ধে এগিয়ে থাকেন ৩৭-২ পয়েন্টে। এখানেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ভয়ংকর রূপ ধারণ করে; যা কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না ইন্দোনেশিয়ার পক্ষে। ৫৯-১৯ পয়েন্টে বিজয়ের উৎসবে মেতে ওঠেন স্বাগতিক দলের খেলোয়াড়রা। ম্যাচসেরা পুরস্কার জেতেন মিজানুর রহমান। ম্যাচ শেষে কোচ আবদুল জলিল বলেন, ‘ইন্দোনেশিয়া টানা দুই ম্যাচ জিতে নিজেদের সামর্থ্য প্রমাণ করলেও আমার আস্থা ছিল আমাদের খেলোয়াড়দের ওপর। সহজ জয় নিয়েই ম্যাচ শেষ করেছে। এখন ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যেতে চাই।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর