শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

তানজিম সাকিবের প্রত্যাশা বিশ্বকাপ ঘিরে

ক্রীড়া প্রতিবেদক

তানজিম সাকিবের প্রত্যাশা বিশ্বকাপ ঘিরে
শেষ মুহূর্তে জায়গা পেয়ে উচ্ছ্বসিত তানজিম বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার

ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। শ্রীলঙ্কা ম্যাচে খেলে ৩ উইকেট নিয়েছিলেন তানজিম হাসান সাকিব। ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার। খুব লম্বা নয়। টিনটিনেও নয়। বলের মূল ক্যারিশমা অফ দ্যা পিচ কুইক। ওয়ানডে বিশ্বকাপ খেলার আগে ২০২০ সালে অনূর্ধŸ-১৯ যুব বিশ্বকাপ জিতেছেন। যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তানজিম সাকিবকে টি-২০ বিশ্বকাপে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করেন নির্বাচকমণ্ডলী। সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় নেওয়া হয় তানজিম সাকিবকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাকে নেওয়ার ব্যাখ্যায় জানিয়েছিলেন, দলের প্রতি তার নিবেদন বেশি। এবার টি-২০ বিশ্বকাপে শেষ মুহূর্তে জায়গা পেয়ে উচ্ছ্বসিত তানজিম বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’ বিসিবির ডিজিটাল গ্রুপে কথা বলেন তানজিম সাকিব। টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলোতে খেলবেন কি না, নিশ্চিত নয়। তানজিম সাকিব তার উচ্চতা নিয়ে অফ দ্যা পিচ কুইক বল করেন। তিনি প্রথম আলোচনায় আসেন এশিয়া কাপে ভারতের বাঁ হাতি ওপেনার তিলক ভার্মাকে বোল্ড করেন। ভার্মা অফ স্ট্যাম্পের বাইরের বলটিকে ছেড়ে দিয়েছিলেন। পরে দেখেন বল উইকেটে আঘাত হেনেছে। এরপর ওয়ানডে বিশ্বকাপে লঙ্কা ম্যাচে জয়ে বড় অবদান রাখেন। এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন শ্রীলঙ্কা, ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপাল ম্যাচ। গ্রুপ থেকে টাইগাররা পরবর্তী রাউন্ডে খেলবে কি না, এ নিয়ে প্রশ্ন থাকছে। তবে তানজিম সাকিব বিশ্বাস করেন বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে। তিনি বলেন, ‘দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমরা মানসিকভাবে দৃঢ় আছি। আমরা চাইলে যে কোনো দলকে হারাতে পারি। আমরা যদি মাঠে সেরাটা দিতে পারি, তাহলে যে কোনো দলকে হারানোর দক্ষতা রাখি।’

 

 

 

 

সর্বশেষ খবর