শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

সালাউদ্দিন-সালামের পদত্যাগ দাবি

ক্রীড়া প্রতিবেদক

সালাউদ্দিন-সালামের পদত্যাগ দাবি

‘ঘোর অমানিশায় দেশের ফুটবল-দুর্নীতিবাজ ও বাফুফের কর্মকর্তাদের অপসারণ চাই’। এ ব্যানার লাগিয়ে গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ৭০, ৮০, ৯০ দশকের জাতীয় দলের সাবেক তারকা ফুটবলাররা। ১৬ বছরের সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর নানা অপকাণ্ডের সমালোচনা করেছেন তারা। আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘সালাউদ্দিন সভাপতি হওয়ার পরই দেশের ফুটবলে চরম অবনতি ঘটেছে। সালাম মুর্শেদী দুর্নীতির দায়ে ফিফাকে জরিমানা দিচ্ছে। অর্থ কেলেঙ্কারির দায়ে তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২ বছর নিষিদ্ধ করেছে ফিফা। এ শাস্তির মেয়াদ আরও এক বছর বেড়েছে। এসব অকর্মের পরও কীভাবে সালাউদ্দিন ও সালামরা চেয়ার ধরে রেখেছেন তা ফুটবল প্রেমীরা বুঝতে পারছেন না। দেশ ও ফুটবলের বৃহত্তর স্বার্থে এদের পদত্যাগ দাবি করছি। এ জন্য আমরা প্রভাবশালী মহলের হস্তক্ষেপও কামনা করছি।’

আবদুল গাফফার বলেন, ‘প্রতিবার ফুটবল উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে সালাউদ্দিন ও সালামরা চেয়ার ধরে রাখছেন। অথচ উন্নয়নের ছিঁটেফোটাও দেখা মিলছে না। বরং দুর্নীতি করে দেশের ফুটবলে বারোটা বাজিয়ে দিয়েছেন সালাউদ্দিন-সালাম গংরা। অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত।’ সংবাদ সম্মেলনে সামশুল আলম মঞ্জু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবু ইউসুফ, কাজী আনোয়ার, রুম্মন বিন ওয়ালি সাব্বির, আরমান মিয়া ও বিপ্লব ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

সর্বশেষ খবর