শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

জিকো আউট সুজন ইন

ক্রীড়া প্রতিবেদক

৬ জুন বসুন্ধরা কিংস অ্যারিনায় অস্ট্রেলিয়া ও ১১ জুন নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে গ্রুপের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচের জন্য গতকাল হেড কোচ হাভিয়ের কাবরেরা ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। প্রাথমিক দলে বড় চমক হচ্ছে সাফসেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর ডাক না পাওয়া। মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন। সৌদি আরবে অনুশীলন ক্যাম্পে ২৩ জনের তালিকা থেকে জিকো ছাড়াও বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম, হাসান মুরাদ, জায়েদ আহমেদ, আরমান ফয়সাল ও সুমন রেজা। চোট কাটিয়ে দলে ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী।

২৬ জনের দল

গোলরক্ষক : মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।

রক্ষণভাগ : বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার : সোহেল রানা, মো. হৃদয়, সোহেল রানা জুনিয়র, মজিবর রহমান, জামাল ভূঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি।

ফরোয়ার্ড : শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর