শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

রিয়াল মাদ্রিদ না বুরুসিয়া ডর্টমুন্ড

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদ না বুরুসিয়া ডর্টমুন্ড

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান কাপ নামে টুর্নামেন্টটি শুরু হয় গত শতকের পঞ্চাশের দশকের মধ্যভাগে। শুরু থেকেই দাপট ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ নাম হওয়ার পরও সেই দাপটে ভাটা পড়েনি। একে একে ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। একবিংশ শতকেই ৭ বার এই ট্রফি জয় করেছে তারা। ইউরোপসেরা হওয়ার দৌড়ে ফাইনাল খেলতে নেমে কেবল তিনবার হেরেছে। ১৯৬২ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা, ১৯৬৪ সালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং ১৯৮১ সালে ইংলিশ ক্লাব লিভারপুল ফাইনালে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগে ১৯৮১ সালের পর আরও কোনো ফাইনালে খেলতে নেমে হারেনি লস ব্ল্যাঙ্কোস খ্যাত দলটি। অন্যদিকে বুরুসিয়া ডর্টমুন্ড। জার্মান এই ক্লাব দুবার মোটে ফাইনাল খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে। ১৯৯৭ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৩ সালে ফাইনাল খেললেও হেরে যায় স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে। ইউরোপসেরা হতে রিয়াল মাদ্রিদ খেলতে নামছে নিজেদের ১৮ নম্বর ফাইনাল। অন্যদিকে ডর্টমুন্ড খেলতে নামবে তৃতীয় ফাইনাল।

দুই দলের শক্তিমত্তায় কিংবা অতীত পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে রিয়াল মাদ্রিদ। এই দলের যেমন রয়েছে অসধারণ এক অতীত। তেমনি রয়েছে দারুণসব ফুটবলার। ভিনিসাস জুনিয়র, বেলিংহ্যাম, টনি ক্রুস, রদ্রিগোসহ আরও কত কত ফুটবলার। ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসাসের গতির সামনে খুব কম ডিফেন্সই টিকতে পারে। বুড়ো টনি ক্রুসও কী কম যান! তবে বুরুসিয়া ডর্টমুন্ডকে যথেষ্ট সমীহ করেই খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাবে খেলছেন মারকো রেয়াস, ম্যাটস হুমেলস, জ্যাডন স্যানচোরা। এই দলও কম নয়। তাছাড়া ইতিহাসের বাঁকবদল তো হতেই পারে। চলতি মৌসুমেই তো ইউরোপিয়ান ফুটবলে কত কত ইতিহাস হলো। লেভারকুজেন জিতে নিল বুন্দেসলিগা। কনফারেন্স লিগ জিতে ইতিহাস গড়ল গ্রিক ক্লাব অলিম্পিয়াকস। আরও একটা ব্যতিক্রম ঘটনা ঘটতেই পারে! তবে রিয়াল মাদ্রিদের চোখ শিরোপা থেকে ফিরিয়ে দেওয়া বড় কঠিন। ভিনিসাস জুনিয়ররা নিশ্চয়ই উৎসবের মঞ্চে কী কী করবেন তারও প্রস্তুতি নিয়ে রেখেছেন!

সর্বশেষ খবর