শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত শেষ প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

নিউইয়র্ক মূল শহরের ২০-২৫ কিলোমিটার দূরে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। ছয় মাস আগে এটা ছিল পার্ক। এলাকার জনগণ হাঁটাচলা করতেন। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে জরুরিভিত্তিতে স্টেডিয়ামটি তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। মাত্র ছয় মাসে এমন একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করে বিস্ময়ের জন্ম দিয়েছে দেশটি। অস্থায়ী বা মডিউলার স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে বেসবল ও রাগবি স্টেডিয়ামের আদলে। এখানে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন ৩৪ হাজার দর্শক। ১৫ মে স্টেডিয়ামটির উদ্বোধন করেন সর্বকালের সেরা ¯িপ্রন্টার জ্যামাইকার উসাইন বোল্ট, ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোসসহ অনেকেই। ক্রিকেট স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ বাংলাদেশ ও ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে। ম্যাচটি খেলতে নাজমুল শান্তের বাংলাদেশ ও রোহিত শর্মার ভারত এখন নাসাউতে। এই মাঠে ১০ জুন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এবং ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় প্রস্তুতি ম্যাচটি শুরু হবে। রোহিত বাহিনীতে আজ হয়তো দেখা যাবে না বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলিকে। যদিও কোহলি দলের সঙ্গে যোগ দিয়েছেন। ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টিতে। স্টেডিয়ামটি দেখে মুগ্ধ টাইগার অধিনায়ক নাজমুল, ‘সত্যি বলতে এমন প্রত্যাশা করিনি। আমার মনে হচ্ছে একেবারে পূর্ণাঙ্গ স্টেডিয়াম। মাঠটি বেশ সুন্দর।’

 ভারতীয় অধিনায়ক রোহিতও মুগ্ধ স্টেডিয়াম দেখে, ‘সুন্দর দেখাচ্ছে। খোলা একটা মাঠ। প্রথম ম্যাচ খেলে এখানকার আবহটা পেতে তর সইছে না।’

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের খেলা হবে তিন ভেন্যু-ডালাস, নিউইয়র্ক ও ফ্লোরিডায়। ডালাসের বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন, প্রতিপক্ষ ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা। ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপাল ম্যাচ দুটি ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামটির উইকেট ‘ড্রপ ইন’। ৩৩ হাজার ৬১৬ স্কয়ার মিটারের উইকেট বানানো হয়েছে ১২০০ মাইল দূরের অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। উইকেট থেকে বাউন্ডারি সীমানা ৬৫-৭০ মিটার। দুই প্রান্তের বোলিং এন্ডের নাম ‘নর্থ প্যাভিলিয়ন এন্ড’ এবং ‘সাউথ প্যাভিলিয়ন এন্ড’। 

সর্বশেষ খবর