রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

আজকের ম্যাচে চোখ রাখুন

আজকের ম্যাচে চোখ রাখুন

কোরি অ্যান্ডারসন

এক সময় নিউজিল্যান্ডের হয়ে নিয়মিত খেলেছেন। ৩৩ বছর বয়সি ব্ল্যাক ক্যাপস ক্রিকেটার এখন নিয়মিত সদস্য যুক্তরাষ্ট্রের। বাঁ হাতি সিমিং অলরাউন্ডার একটি রেকর্ডেরও মালিক ছিলেন ওয়ানডে ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। পরে সেটা ভেঙে দেন এ বি ডি ভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি করে। মার্কিন দলের পক্ষে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন।

ক্যারিয়ারে ৩৬ টি-২০ ম্যাচে ৬৪১ রান করেন ও ১৫ উইকেট নেন।

 

রবিন্দার পাল সিং

রবিন্দার পাল সিংয়ের বয়স ৩৫ বছর। ভারতীয় বংশোদ্ভূত রবিন্দার খেলছেন কানাডার হয়ে। এ মুহূর্তে অন্যতম সেরা ব্যাটার। টি-২০ বিশ্বকাপে কানাডার অন্যতম ভরসা। কানাডা এই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলছে। বাছাইপর্ব টপকে আসা দলের মিডল অর্ডারে ব্যাটিং করেন রবিন্দার। ক্যারিয়ারে এখন পর্যন্ত রান করেছেন ২৯ ম্যাচে ৫৮১। সেঞ্চুরি একটি ও হাফ সেঞ্চুরি একটি। ২০১৯ সালে কায়মান আইল্যান্ডের বিপক্ষে ১০১ রানের ইনিংসটি খেলেন মাত্র ৪৮ বলে।

 ৬ চার ও ১০ ছক্কায়। মিডল অর্ডারে ব্যাটিং করলেও দারুণ অ্যাটাকিং ব্যাটিং করেন।

 

নিকোলাস পুরান

গত টি-২০ বিশ্বকাপ খেলতে পারেননি বিমানের ফ্লাইট মিস করে। এবার সেই সুযোগ হয়নি। টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভরসা নিকোলাস পুরান। বয়স প্রায় ২৯। নিয়মিত ওয়ানডে ও টি-২০ খেলছেন ক্যারিবীয়দের পক্ষে। আইপিএলে তিনি খেলেছেন লক্ষেèৗ সুপার জায়ান্টসের পক্ষে। দারুণ খেলেছেন। সেই ধারাবাহিকতা ধরে রাখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ প্রস্তুতি ম্যাচে। খেলেন ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস।

 পুরান ৮৮ টি-২০ ম্যাচে রান করেছেন ১৮৪৮। সেঞ্চুরি নেই। হাফ সেঞ্চুরি ১১টি। ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয়বার বিশ্বসেরা হতে পুরানের ব্যাট জ্বলে উঠতে হবে।

 

আসাদোল্লাহ ভালা

পাপুয়া নিউগিনি এবার দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ খেলছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন ৩৭ বছর বয়সি অলরাউন্ডার আসাদোল্লাহ ভালা। ব্যাট ও বল হাতে দলের মূল ভরসা ভালা। মিডল অর্ডারে ব্যাটিং ও অফ স্পিন বোলিং করেন। ৫৯ টি-২০ ম্যাচে রান করেছেন ১২৪৪। সেঞ্চুরি নেই একটিও। হাফ সেঞ্চুরি ৮টি। উইকেট ৩৪টি। সর্বোচ্চ অপরাজিত ৯৩ রান উগান্ডার বিপক্ষে বুলাওয়েতে। ৪৭ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা।

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে তিনি খেলেছেন। ৩ ম্যাচে ৮০ রান করা ভালার হাফ সেঞ্চুরি ছিল ওমানের বিপক্ষে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর