রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

এক টিকিটের মূল্য ১২ লাখ!

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ২৯ জুন। তার আগেই ফাইনাল দেখবে বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে ভারত ও পাকিস্তানের সমর্থকরা তাই মনে করছেন। ৯ জুন ‘এ’ গ্রুপের ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। খেলা হবে নিউইয়র্ক সিটির নাসাউ কাউন্টি মাঠে। এ ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ২০২২ টি-২০ বিশ্বকাপে মেলবোর্নে ৯৬ হাজার দর্শক এ দুই দেশের খেলাটি দেখেন। নিউইয়র্কে আসনসংখ্যা মাত্র ৩৪ হাজার। যা ভারত-পাকিস্তানের ম্যাচে বড্ড বেমানান। আসন সংখ্যা কম হলেও চাহিদার কমতি নেই। আইসিসির ওয়েবসাইটে সব ম্যাচের জন্য ছয় ধরনের টিকিট রয়েছে। ব্যতিক্রম ভারত-পাকিস্তানের ম্যাচ। সবচেয়ে বেশি টিকিটের দাম ধরা হয়েছে ১০ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকা। দ্বিতীয় টিকিটের দাম ২ হাজার ৭৫০ ডলার, অর্থাৎ ৩ লাখ ৩০ হাজার টাকা। তার পরেরটা ২ হাজার ৫০০ ডলার, অর্থাৎ ৩ লাখ টাকা।

আকাশ ছোঁয়ার মতো মূল্য। তারপরও টিকিট নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকায় প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিরা তো আছেই। খেলা দেখতে অনেকে উড়ে আসছেন। বিশেষ করে ভারতীয় দর্শকদের ঘুম হারাম হয়ে গেছে। তাদের একটাই কথা, হোক যত দাম। তারপরও আমেরিকায় ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ দেখতে চায়। দর্শকদের আগ্রহ থাকলেও ললিত মোদি টিকিটের মূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর