সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

ব্যাটিং অর্ডারে পরিবর্তন দরকার

আসিফ ইকবাল

ব্যাটিং অর্ডারে পরিবর্তন দরকার

সুপার এইটের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র যান নাজমুলরা। টি-২০ বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ছন্দ হারিয়েছেন টাইগাররা। শুধু যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বাংলাদেশের সুপার এইট খেলার কোনো সম্ভাবনা দেখছেন না ক্রিকেট পন্ডিতরা। তার ওপর ভারতের বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি নাজমুলরা। দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান ছাড়া আর কোনো ব্যাটার ভারতীয় বোলারদের ক্লাস বোলিংয়ের বিপক্ষে লড়াই করেননি। পুরোপুরি ব্যর্থ হয়েছেন ওপরের সারির তিন ব্যাটার লিটন দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তিনজনই মূল একাদশের ক্রিকেটার। এদের ছন্দপতনে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ও অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও তিন ক্রিকেটারের ছন্দহীনতায় চিন্তিত। তাদের টেকনিক ও ট্যাকটিস নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। শুধু বলেছেন চাপ সামলে খেলতে। তিনি বলেন, ‘লিটন, সৌম্য ও অধিনায়ক নাজমুল কোনো সন্দেহ নেই দেশের সেরা ক্রিকেটার। এদের টেকনিক ও ট্যাকটিস সবই ভালো। ইদানীংকালের ইনিংসগুলো খেয়াল করলে দেখা যাচ্ছে, ওরা আসলে চাপ সামাল দিতে পারছে না। বিশ্বকাপে ভালো খেলতে হলে চাপ সামাল দিতে হবে।’

বিশ্বকাপে বাংলাদেশ খেলছে ‘ডি’ গ্রুপে। প্রথম ম্যাচ ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে। ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস এবং ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে ম্যাচ। দ্বিতীয় রাউন্ড বা সুপার এইট খেলতে নাজমুল বাহিনীকে কমপক্ষে ৩টি ম্যাচ জিততেই হবে। নেপাল, নেদারল্যান্ডস ছাড়াও হারাতে হবে শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার যে কোনো এক দলকে। কাজটি একেবারে সহজ নয়। আবার কঠিনও নয়। সাবেক কোচ মাহমুদ বিশ্বাস মনে করেন টাইগাররা পরের রাউন্ডে খেলার সামর্থ্য রাখে। তিনি বলেন, ‘বাংলাদেশ খারাপ দল নয়। দলটির সামর্থ্য রয়েছে পরবর্তী রাউন্ডে খেলার। এ জন্য মাঠে সবাইকে পারফরম্যান্স করতে হবে। চাপ সামাল দিয়ে খেলতে হবে।’ সর্বশেষ তিনটি সিরিজের মধ্যে একটি জিতেছে এবং দুটি হেরেছে। এমন পারফরম্যান্সে কতটা সম্ভব সুপার এইট খেলা।

নাজমুল প্রথমবারের টি-২০ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন। তার খেলা দেখে মনে হচ্ছে নেতৃত্বের চাপে তিনি ছন্দ হারিয়েছেন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হলেও ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। তিনি যে চাপে আছেন সেটা স্বীকার করেননি নাজমুল। সাবেক এ কোচ বলেন, ‘আমাকে সে বলেছে চাপে নেই। মনে হয় নেতৃত্বের চাপে পড়ছে ধীরে ধীরে।’ সর্বশেষ ১০ ইনিংসে তার স্কোর ৩৬, ৩, ৩৬, ২, ৬, ১৬, ২১, ০১, ৫৩* ও ২০। পুরোপুরি ছন্দহীন হয়েছেন দেশসেরা ওপেনার লিটন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬ রান করেন। সর্বশেষ ১০ ইনিংসে তার রান ১৩, ১২, ২৩, ১, ৭, ৩৬, ০, ৪১*, ৩৫ ও ১৮। ক্রিকেটে হ্যালির ধূমকেতুর মতো আগমন সৌম্যর। শুরুতে দারুণ ব্যাটিং করেছেন। কিন্তু ছন্দ হারিয়ে বাদ পড়েছেন। আবার ফিরেছেন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রানের খাতা খুলতে পারেনি। সর্বশেষ ১০ ইনিংসে তার স্কোর যথাক্রমে ৪৩*, ০, ২০, ৭, ৪১, ১১, ২৬, ১২, ৪ ও ২২। চারজনই ম্যাচ উইনার। সবাইকে ছন্দে ফিরতে ব্যাটিং অর্ডার পরিবর্তন আনা উচিত বলেন সাবেক টাইগার অধিনায়ক, ‘সৌম্য লেট অর্ডারে ব্যাটিং করেছে। তাকে সেখানে খেলাতেই পারে। নাজমুল সবসময় ওয়ান ডাউনে ব্যাটিং করে। তাকে এর বাইরে খেলানো উচিত নয়। লিটনকেও ওপেন করানো উচিত খেলালে। তবে মাহমুদুল্লাহকে অবশ্যই ৬ নম্বর পজিশনে খেলানো উচিত। সাফল্য পেতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন দরকার।’

সর্বশেষ খবর