শিরোনাম
সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা হেভিওয়েট লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা হেভিওয়েট লড়াই আজ

শুরু হয়ে গেছে টি-২০ বিশ্বকাপ। প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে চমকে দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আসরের আজ দ্বিতীয় দিন। সকাল সাড়ে ৬টায় বার্বাডোসে মুখোমুখি হবে আইসিসির দুই সহযোগী দেশ নামিবিয়া ও ওমান। রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই হেভিওয়েট শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা ২০১৪ সালের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন। এ ছাড়া ২০০৯ সালের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নও দলটি। এখন আর সেই শক্তি নেই দ্বীপরাষ্ট্রের। সেই ধার নেই। তাই ফেবারিট হিসেবে ক্রিকেট বিশ্লেষকের খাতায় নেই দলটির নাম। দক্ষিণ আফ্রিকা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। দারুণ শুরুর পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। ১৯৯৮ সালে প্রথম আইসিসি নকআউট ট্রফি জেতা ছাড়া আর কোনো ট্রফি জিততে পারেনি দলটি। টি-২০ বিশ্বকাপে দুবার সেমিফাইনাল খেলেছে। দলটি এবার খেলছে বাংলাদেশের গ্রুপে। প্রতিটি আসরেই অংশ নিয়েছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত আগের ৮ আসরে ৪০ ম্যাচে অংশ নিয়ে জিতেছে ২৪টি। বিপরীতে শ্রীলঙ্কাও সব আসরে খেলেছে। আগের ৮ আসরে সর্বোচ্চ ৫১ ম্যাচ খেলেছে। ৩১ জয়ের বিপরীতে ১৯টিতে হেরেছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবার নিয়ে তিন আসরে খেলছে। আফ্রিকান দেশ নামিবিয়াও তিন আসরে খেলছে। নামিবিয়া ২ আসরের ১১ ম্যাচে ৪টি জিতেছে। ওমান ৬ ম্যাচে মাত্র ২টি জিতেছে।

সর্বশেষ খবর