সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-নেপাল

বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-নেপাল

জাতীয় খেলা কাবাডি। এশিয়ান বা এসএ গেমসে চ্যাম্পিয়ন হতে না পারলেও অনন্য এক রেকর্ড রয়েছে। দলীয় খেলার মধ্যে বাংলাদেশের একমাত্র কাবাডিই আন্তর্জাতিক প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গবন্ধু কাপ প্রতিযোগিতা শুরুর পরই শিরোপা খাতায় নাম লিখিয়ে চলেছেন কাবাডির খেলোয়াড়রা। হ্যাটট্রিক চ্যাম্পিয়নের পর আরেক ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ। টানা চারবার শিরোপার দ্বারপ্রান্তে। গতকাল সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনালে বাংলাদেশ ৪১-১৮ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে শিরোপার অপেক্ষায়।

গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ দাপটের সঙ্গে জেতার পর ফাইনালে ওঠার লড়াইয়ে একই রূপ ধারণ করে থাইল্যান্ডকে উড়িয়ে দেয়। শুরু থেকেই স্বাগতিকরা প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। অধিনায়ক আরদুজ্জামান মুন্সী প্রথম রেইডেই চার পয়েন্ট এনে দেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। প্রথমার্ধেই ২৩-৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পরও একই রূপ ধারণ করে প্রতিপক্ষকে ঘায়েল করে। ম্যাচে তিনবার থাইল্যান্ডকে অলআউট করে লোনা পায়। ম্যাচ সেরা হন আরদুজ্জামান মুন্সী। চার টুর্নামেন্টে এ নিয়ে তিনি ছয়বার ম্যাচসেরা হন। বাংলাদেশ আজ ফাইনালে নেপালের বিপক্ষে লড়বে। দ্বিতীয় সেমিতে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ৫৯-৫৫ পয়েন্টে তারা কেনিয়াকে হারায়।

সর্বশেষ খবর