সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

চেজের বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিবীয়দের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক

চেজের বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিবীয়দের শুভ সূচনা

টানা নবমবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। ২০১২ ও ২০১৬ সালের টি-২০ চ্যাম্পিয়ন। এবারও বিশ্বকাপের অন্যতম ফেবারিট। বিশ্বকাপের এবারের সহআয়োজকও দেশটি। পাপুয়া নিউগিনি (পিএনজি) এবার দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে। এই প্রথম দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। গায়ানার প্রোভিডেন্সে টস হেরে ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে পিএনজি। দলটির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সেসে বোউ। ৪৩ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও একটি ছক্কা। উইকেটরক্ষক কিপলিন দরিগা ২৭ রান করেন ১৮ বলে ৩ চারে। অধিনায়ক আসাদ ভালা ২১ রান করেন ২২ বলে। ক্যারিবীয়দের পক্ষে ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও আলঝারি জোশেপ। টার্গেট ১৩৭ রান। ১.৪ ওভারে ১ উইকেটে ৮ রান তুলতেই খেলা বন্ধ হয়ে যায়। ৫ মিনিট বন্ধ ছিল। এরপর খেলা শুরু হলে ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান ৪২ বলে ৫৩ রান যোগ করেন। পুরান ২৭ রান করেন ২৭ বলে ১ চার ও ২ ছক্কায়। কিং ৩৪ রান করেন ২৯ বলে ৭ চারে। অধিনায়ক রভম্যান পাওয়েল আউট হন ১৫ রানে। ৯৭ রানে ৫ উইকেটের পতনের পর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। ২৪ বলে ৪০ রান দরকার ছিল। রোস্টন চেজ ও রাসেল দুজনে আক্রমনাত্মক ব্যাটিং করে দলকে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় উপহার দেন। ম্যাচসেরা চেজ ৪২ রানে অপরাজিত ছিলেন ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায়। রাসেল অপরাজিত থাকেন ১৫ রানে।         

সর্বশেষ খবর