মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা
আবারও নেপালে সাফ ফুটবল

দ্বিতীয় ম্যাচেও সাবিনাদের হার

ক্রীড়া প্রতিবেদক

নারী ফুটবলে চীনা তাইপের র‌্যাঙ্কিং ৪০। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৪০ নম্বরে। ১০০ ধাপ এগিয়ে থাকা দেশের বিপক্ষে হার কেন, সাবিনা খাতুনদের দাঁড়ানোরই কথা না। গোলে আর গোলে বস্তা ভরে যাওয়ার কথা। দুই প্রীতি ম্যাচে দুটিতেই হেরেছে বাংলাদেশ। কিন্তু মেয়েরা পাত্তাই পাননি, এ কথা বলা যাবে না। বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে সফরকারী চীনা তাইপে ৪-০ গোলে জিতেছিল। কিন্তু বাংলাদেশও নিজেদের সামর্থ্য তুলে ধরেছিল। দ্বিতীয়ার্ধে সেই ম্যাচ ছিল সমানতালের। গতকাল কিংস অ্যারিনাতেই চীনা তাইপে জয় পেয়েছে দ্বিতীয় ম্যাচে। এবার ব্যবধান ১-০। গোলটা ছাড়া বাংলাদেশ যেভাবে লড়েছে তার প্রশংসা করতেই হয়। একাধিকবার প্রতিপক্ষের বিপজ্জনক এলাকায় ঢুকে পড়লেও ভালো ফিনিশিং না হওয়ায় গোল আর পাননি সাবিনারা।

চীনা তাইপের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলানোর মূল উদ্দেশ্য ছিল আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের শক্তি যাচাই করে নেওয়া। অক্টোবর বা নভেম্বরে ঢাকায় নারী সাফ ফুটবলে জাতীয় দলগুলোর খেলা হওয়ার কথা। কিন্তু তা আর হচ্ছে না। ভেন্যু সংকটের কারণে ফের নেপালে হবে এ আয়োজন। বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সেক্রেটারি জেনারেল আনোয়ারুল হক হেলাল। ১৭ অক্টোবর কাঠমান্ডুতে সাফ ফুটবলের পর্দা উঠবে। ফাইনাল ৩০ অক্টোবর। ৮ অক্টোবর ঢাকায় সাফ কংগ্রেসে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।

 

 

সর্বশেষ খবর