বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

তাসকিন আছেন শরিফুল নেই

ক্রীড়া প্রতিবেদক

তাসকিন আছেন শরিফুল নেই

বিশ্বকাপ যাত্রার আগেই তাসকিন আহমেদের ইনজুরি বেশ দুশ্চিন্তায় রেখেছিল বাংলাদেশ দলকে। বিশ্বকাপের আগে তিনি ফিট হতে পারবেন কি না, এ শঙ্কা নিয়েও তাকে দলে রেখেছেন নির্বাচকরা। তাসকিন আহমেদকে নিয়ে অবশ্য সুখবর পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে দেখা যেতে পারে দলে। তবে শঙ্কার অপর নাম শরিফুল ইসলাম।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন শরিফুল। সেলাই দিতে হয়েছে ছয়টি। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ৭ থেকে ১০ দিন সময়ের প্রয়োজন। এ সময়ের মধ্যে সেরে উঠলেও অন্তত শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারছেন না শরিফুল। এমনকি পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হয়তো তাকে পাবে না বাংলাদেশ দল। এমনটাই বলেছেন ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি বলেন, ‘দেখুন গ্রুপ পর্ব ১৬ তারিখ পর্যন্ত সময় আছে। এর অনেক আগেই ওর সুস্থ হওয়ার কথা। এ ধরনের সেলাইয়ের ক্ষেত্রে ৭-১০ দিনের মধ্যে ঠিক হয়ে যায়। এরপর বাকিটা নির্দিষ্ট ক্রিকেটারের ওপর নির্ভর করে। আরও ৩-৪ দিন পর ওর অবস্থা বোঝা যাবে। তবে প্রথম ম্যাচে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

শরিফুলকে না পেলেও তাসকিন দলে থাকছেন বলেই আশা করা হচ্ছে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পূর্ণ রানআপে বোলিং করার কথা ছিল তাসকিনের। তবে বৃষ্টির কারণে তা হয়নি। মাসট্যাং ক্রিকেট একাডেমির ইনডোরে অনুশীলন করেছেন তিনি। তার অবস্থা নিয়ে ফিজিও বলছেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। সম্ভাবনা খুব ভালো (শ্রীলঙ্কা ম্যাচে খেলার)। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট থেকে চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি ৭ জুনের (বাংলাদেশ সময় ৮ জুন সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ) মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’

তাসকিনের ফেরার আনন্দের মধ্যে শরিফুল ইসলামের ইনজুরি নতুন দুশ্চিন্তা যোগ করছে দলে। শরিফুলও নিশ্চয়ই তার অবস্থা নিয়ে বেশ চিন্তিত। তবে বিশ্বকাপ নিয়ে এক ভিডিও বার্তায় নিজের চিন্তার কথা ভালোভাবেই তুলে ধরলেন তিনি। শরিফুল বলেন, ‘প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। সেটা হোক ক্রিকেট, ফুটবল বা যে কোনো কিছুর। সেখানে আমি যদি বিশ্বকাপে অংশ নিতে পারি, অন্যরকম পাওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে সবশেষ বিশ্বকাপ থেকে ভালো করার। আমারও ইচ্ছা আছে, দলেরও ইচ্ছা আছে ম্যাচ ধরে ধরে জেতার চেষ্টা করব।’

এখন পর্যন্ত বিশ ওভারের দুটি বিশ্বকাপ খেলেছেন শরিফুল। ২০২১ সালে চার ম্যাচে ওভারপ্রতি ছয়ের কম রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। কিন্তু ভালো যায়নি অস্ট্রেলিয়ায় হওয়া ২০২২ বিশ্বকাপ। ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া একমাত্র ম্যাচে ৫৭ রান খরচ করেন তিনি।

সর্বশেষ খবর