বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তাদের বিশ্বকাপ শুরু হয়। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিক শানা অন রেকর্ডেই বলেছেন, নিউইয়র্কে তাদের ভ্রমণ সূচি ও লজিস্টিক্যাল ব্যবস্থায় নানা সমস্যায় পড়তে হয়েছে। ম্যাচে হারার পর দেখা যায় দ্রুত সংবাদ সম্মেলন শেষ করার তাড়াহুড়া ছিল লঙ্কানদের মধ্যে। কারণ তারা চেয়েছিলেন দ্রুত হোটেলে ফিরতে। যেটা প্রায় দেড় ঘণ্টা দূরত্বে। সেখান থেকে সব গুছিয়ে নিতে হবে ডালাসের ফ্লাইটে। এ ভেন্যুতেই তাদের বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। প্রথম ম্যাচ হেরে ঝুঁকিতে রয়েছেন লঙ্কানরা। শুধু ম্যাচের পরই নয়, তার আগেও ভোগান্তির শিকারের কথা উল্লেখ করা হয়েছে। নিউইয়র্কে খেলতে আসতে মায়ামির বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হয়েছে লঙ্কান ক্রিকেটারদের। তা ছিল বড্ড বিরক্তিকর। ৭ ঘণ্টা ফ্লাইট দেরি করায় ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি এসে পড়ে। এসব অব্যবস্থাপনা নিয়ে শ্রীলঙ্কা আইসিসির কাছে অভিযোগ করেছে। শুধু তাই নয়, লঙ্কান এক ক্রিকেটার বলেছেন, যুক্তরাষ্ট্রকে কী কারণে বিশ্বকাপের যৌথ আয়োজক করেছে তা বুঝতে কষ্ট হচ্ছে। তিনি এটাও বলেছেন, প্রায় প্রতিটি দলই যুক্তরাষ্ট্রের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলবে তা নিশ্চিত। ক্রিকেটে আনাড়ি দেশ বলেই তা স্বাভাবিক।

সর্বশেষ খবর