শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

অস্ট্রেলিয়াকে ২ গোলে থামাল বাংলাদেশ

রাশেদুর রহমান

অস্ট্রেলিয়াকে ২ গোলে থামাল বাংলাদেশ

ক্রিকেট আর ফুটবলে গতকাল দিনটি ছিল অস্ট্রেলিয়ার। আইসিসি টি-২০ বিশ্বকাপে ওমানকে হারিয়েছেন মিচেল মার্শরা। ফুটবলের এটাও বিশ্বকাপই। তবে বাছাইপর্ব। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় সেই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হেরেছে।

গেল বিশ্বকাপ ফুটবলে (২০২২ সালে) অস্ট্রেলিয়া নকআউট পর্ব খেলেছে। শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ খেলা উপহার দিয়েছে দলটি। লিওনেল মেসিদের কাছে ২-১ গোলে হারলেও অস্ট্রেলিয়ার ফুটবল ট্যাকটিকস ছিল দুর্দান্ত। বিশ্বকাপ নকআউট পর্বে খেলা সেই দলের পাঁচজনই গতকাল বাংলাদেশের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন। কাই রওলেস, মিচেল ডিউক, হ্যারি সাউটার, জ্যাকসন আরভিনরা ছিলেন আর্জেন্টিনার বিপক্ষে। সেই ম্যাচে বদলি হিসেবে খেলেছেন আজডিন রুসটিকও। গতকাল এ পাঁচজনই খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। প্রথম একাদশে। এমন এক দলের বিপক্ষে ২-০ গোলে পরাজয়ে হতাশ নন কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের পর জানালেন, ফুটবলারদের খেলা নিয়ে বেশ সন্তুষ্ট। যেমন পরিকল্পনা হয়েছিল, তা মেনেই খেলেছেন তপুরা। বসুন্ধরা কিংস অ্যারিনায় খেলতে নামার আগে দলকে ডিফেন্সিভ কৌশলই রপ্ত করিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আরনল্ডও। তিনি বললেন, ‘ফুটবলে বাংলাদেশ দারুণ উন্নতি করছে। দলটার কোচ (কাবরেরা) খুবই ভালো কাজ করছেন। ডিফেন্সে চমৎকার খেলেছে তারা।’ অস্ট্রেলিয়ার কোচের কাছ থেকে প্রশংসা শুনে কাবরেরা বললেন, এটা তো আর আমার একার নয়, পুরো দলেরই প্রশংসা। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে ৭ গোল হজম করে এসেছিলেন জামালরা। এর আগে একবার ৫ গোল একবার ৪ গোল হজম করেছে অস্ট্রেলিয়ার কাছে। গতকালও কি এমনই কিছু হবে! শঙ্কা ছিল সবার মনে। তারপরও হাজার হাজার দর্শক বাংলাদেশের খেলা দেখতে এসেছিলেন মাঠে। সংখ্যাটা ৫ হাজার ২২৭। বসুন্ধরা কিংস অ্যারিনায় খেলতে নেমে অস্ট্রেলিয়ার আক্রমণ বাংলাদেশ কতক্ষণ ডিফেন্ড করতে পারবে, তা ছিল বড় প্রশ্ন। তবে ভালোই খেলছিলেন তপুরা। ২৮ মিনিট পর্যন্ত আটকে রেখেছিলেন ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে। ২৯ মিনিটে ডিফেন্ডার মেহেদির ভুলে বল জালে জড়ায় অস্ট্রেলিয়া। ডি বক্সের অনেকটা বাইরে থেকে জোরালো শট নেন আজডিন রুসটিক। ডিফেন্ডার মেহেদি হাসান ডান পায়ের শটে ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদেরই জালে জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে হেডে গোল করেন ইয়েঙ্গি।

সর্বশেষ খবর