শিরোনাম
শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার জয়ের দিনে উগান্ডার ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

আফ্রিকার দরিদ্রতম দেশগুলোর একটি উগান্ডা। রাজধানী কাম্পালার ৬০ শতাংশের ওপর লোকের বাস বস্তিতে। দরিদ্র জনগোষ্ঠীর ক্রিকেট খেলার স্বপ্ন দেখা একটু বেশি। দেশটির বেশিরভাগ লোক ফুটবল খেলতেন। এখন অর্থের জন্য ক্রিকেটের প্রতি মনোযোগী হচ্ছেন। স্থানীয়দের সঙ্গে ভারত, পাকিস্তানিরা ক্রিকেট খেলছেন। এই প্রথম টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ করে নিয়েছে উগান্ডা। বিশ্বকাপে খেলার পথে দেশটি পেছনে ফেলেছেন টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ে ও এক সময় ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা কেনিয়াকে। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই ইতিহাস লিখেছে দেশটি। বিশ্বকাপে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে গায়ানার প্রোভিডেন্সে ১০ বল হাতে রেখে পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) ৩ উইকেটে হারিয়েছে উগান্ডা। দেশটি প্রথম ম্যাচ খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে। ঐতিহসিক জয়ের পর মিডিয়ার মুখোমুখিতে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা বলেন, জয়টি তাদের জন্য স্পেশাল। তিনি বলেন, ‘এ জয় আমাদের কাছে বিশেষ কিছু। বিশ্বকাপের প্রথম জয় এর চেয়ে স্পেশাল হতে পারে না। ছেলেরা যা করেছে আমি অনেক গর্বিত। বিশ্বকাপে নিজের দেশকে জয় এনে দেওয়া বিশেষ অনুভূতি। ক্রিকেটার ও দেশে বোর্ডের ৩-৪ বছরের কঠোর পরিশ্রমের ফল। বিশ্বকাপে আসা স্পেশাল ছিল। এ জয় আরও বেশি স্পেশাল।’ দিনের আরেক খেলায় অস্ট্রেলিয়া ৩৯ রানে হারিয়েছে ওমানকে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫৮ রানে গুটিয়ে লজ্জায় পড়েছিল দেশটি। পিএনজি লড়াই করে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। এমন পারফরম্যান্সে গতকালের ম্যাচে ফেবারিট ছিল দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ খেলা পিএনজি। গতকাল উগান্ডার লড়াকু ক্রিকেটের সঙ্গে পেরে ওঠেনি পিএনজি।

 ঝুমা মিয়াগি, ৪৩ বছর বয়সি ফ্রাঙ্ক সুবুগার নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে ১৯.১ ওভারে ৭৭ রানে অলআউট হয় পিএনজি। দলটির পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। ৪৩ বছর বয়সেও দারুণ মিতব্যয়ী বোলিং করেন সুবুগার। তার স্পেল ৪-২-৪-২। ইনজুরির জন্য প্রথম ম্যাচ খেলেননি মিয়াগি। গতকাল নেমে অলরাউন্ডিং পারফরম্যান্স করেন। বোলিং স্পেল ৪-০-১০-২। ৭৮ রানের টার্গেটে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে উগান্ডা। সেখান থেকে ম্যাচসেরা রিজাত আলি শাহ, ঝুমা মিয়াগি ৩৫ রানের জুটি গড়ে ঐতিহাসিক জয় উপহার দেন দলকে। রিজাত ৩৩ রানের ইনিংস খেলেন ৫৬ বলে ১ চারে। মিয়াগি ১৩ রান করেন ১৬ বলে। উগান্ডার পরের ম্যাচ রবিবার স্বাগতিক ক্যারিবীয়দের বিপক্ষে।

সর্বশেষ খবর