শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

রিয়াল মাদ্রিদের মাঠে অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

কিছুদিন ধরে ইউরোপের বিখ্যাত ক্লাবগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় বাছাই করে অনুশীলনের সুযোগ করে দিচ্ছে। এবার ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদেও সুযোগ এসেছে অনুশীলনের। এ উদ্যোগ নিয়েছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। তারা অনূর্ধŸ-১৫ ফুটবলারদের বাছাই করবেন।

বাংলাদেশ ছাড়াও ভারত থেকে ১২ জন সৌভাগ্যবান ফুটবলার আগামী বছর মাদ্রিদে এক মাস অনুশীলন করবেন। মালয়েশিয়ার রাজপরিবার টুংকু হারুন অর রশিদ ফুটবল একাডেমির সঙ্গে রিয়াল মাদ্রিদের সমঝোতা হয়েছে। টুংকুর একাডেমির সঙ্গে চুক্তির মাধ্যমে হ্যালো সুপারস্টারের প্রজেক্টের অধীনে বাংলাদেশ ও ভারত থেকে প্রতিভাবানরা রিয়াল যাওয়ার সুযোগ পাবেন। হ্যালো সুপারস্টার একটি অনলাইনভিত্তিক অ্যাপ।

সর্বশেষ খবর