শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াই আজ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় নাজমুলরা বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। ভোরে ব্ল্যাক ক্যাপসরা সুপার এইটে ওঠার মিশন শুরু করবে রশিদ খানদের বিপক্ষে খেলে। পত্রিকা পাঠকের হাতে যাওয়ার পর অনেকেই জেনে যাবেন ম্যাচ দুটির ফল। আজ বিশ্বকাপের সবচেয়ে হেভিওয়েট ম্যাচগুলোর একটি গড়াচ্ছে বার্বাডোসে। বাংলাদেশ সময় রাত ১১টায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্র্রেলিয়ার। ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে হাতছানি দিচ্ছে নতুন একটি রেকর্ড। এবার যদি টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মিচেল মার্শের অস্ট্র্রেলিয়া, তাহলে ক্রিকেট বিশ্বের প্রথম ও একমাত্র দল হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে দেশটি। মার্শ বাহিনী ২০২১ সালের ২০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন। ইংল্যান্ড ২০২২ ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন। রাত সাড়ে ৮টায় নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস খেলবে পরস্পরের বিপক্ষে। দুই দল একটি করে জয় পেয়েছে আসরে। আফ্রিকা হারিয়েছে শ্রীলঙ্কাকে এবং নেদারল্যান্ডস হারিয়েছে নেপালকে।

বর্তমান চ্যাম্পিয়ন জশ বাটলারের ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ। প্রতিবেশী স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। বার্বাডোসের ম্যাচটি ১০ ওভার কার্টেল হয়েছিল। স্কটিশরা প্রথম ব্যাটিংয়ে বিনা উইকেটে ৯০ রান করেছিল। এরপর বর্তমান চ্যাম্পিয়নরা মাঠে নামতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি হয়। ওই ম্যাচে খেলেননি ফাস্ট বোলার জোফরা আর্চার। আজ খেলবেন। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন আর্চার। ক্যারিবীয় বংশোদ্ভূত ফাস্ট বোলারের জন্ম বার্বাডোসে। আজ পরিচিত ভেন্যুতেই নামবেন। দলনায়ক বাটলার টি-২০ বিশ্বকাপে শতভাগ ফিট থাকতে আইপিএল শেষ না করেই দেশে ফিরেছিলেন। এই মুুহূর্তে বিশ্বের অন্যতম সেরা হার্ড হিটিং ব্যাটার বাটলার। জনি বেয়ারস্টো, বেন ডাকেট, টম হার্টলিরাও ভিন্ন মাত্রার টি-২০ ক্রিকেট খেলছেন। বোলিংয়ে আর্চার ছাড়াও রয়েছেন বাঁ-হাতি সুইং বোলার স্যাম কুরান, মার্ক উড, ক্রিস জর্ডানরা। স্পিনে অলরাউন্ডার মইন আলী, লেগ স্পিনার আদিল রশিদ, ফিল সল্ট রয়েছেন ফর্মে। ওমানের বিপক্ষে ৩৯ রানের জয়ী ম্যাচে খেলেননি টেস্ট ও ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ফাস্ট বোলার প্যাট কামিন্স। ইনজুরিতে কাটিয়ে আজ একাদশে ফিরবেন কোনো সন্দেহ নেই। অবশ্য অধিনায়ক মিচেল মার্শ ব্যাটিং করতে পারলেও বোলিং করবেন না। দলে ফাস্ট বোলার রয়েছেন বাঁ-হাতি মিচেল স্টার্ক, জশ হ্যাজলওডরা। এ ছাড়া মার্ক স্টয়নিস দারুণ কার্যকরী অলরাউন্ডার। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্র্রেলিয়াকে বিশ্বচ্যাম্পিয়ন করার নায়ক ছিলেন ট্রাভিস। রয়েছেন বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন। রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের মতো হার্ড হিটার। অলরাউন্ডার স্টয়নিস ওমানের বিপক্ষে জয়ের নায়ক। ৩৬ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস ছাড়াও বোলিংয়ে ৩ উইকেট নেন। লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ম্যাচ উইনার। দুই দল এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ২৩ ম্যাচ খেলেছে। ১০টি জিতেছে অস্ট্র্রেলিয়া এবং ১১টি দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড জিতেছে।

ইংল্যান্ড ও অস্ট্র্রেলিয়ার ক্রিকেট লড়াই পৃথিবীর সবচেয়ে পুরনো। দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরস্পরের বিপক্ষে খেলছে ১৮৭৭ সাল থেকে। দুই দলের টেস্ট সিরিজ ‘অ্যাশেজ’ সবচেয়ে ঐতিহ্যবাহী। দুই দলই গ্রুপের ফেবারিট। আজ যে দল জিতবে, সুপার এইটের পথে এগিয়ে যাবে অনেকটা। দুই দলের লড়াইয়ের আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা কম।

 

 

সর্বশেষ খবর