শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

বিশ্বকাপে কানাডার স্মরণীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে কানাডার স্মরণীয় জয়

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই স্মরণীয় জয় পেল কানাডা। গতকাল নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচে তারা পরাজিত করেছে শক্তিশালী আয়ারল্যান্ডকে। আগের দিন সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে অবাক করে দেয় যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়ন না হলেও আয়ারল্যান্ডও কম শক্তিশালী নয়। টেস্টভুক্ত এ দেশকে ১২ রানে হারানোটা কানাডার বড় চমকই বলা যায়। তবে তারা যে ম্যাচ জিতবে, তাদের ব্যাটিং দেখে মনে হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৪ উইকেট হারায় কানাডা। পরে নিকোলাস কার্টন ও শ্লেয়াস মোভফা ৭৫ রানে জুটি গড়লেও আয়ারল্যান্ডকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে রান দাঁড়ায় ৭ উইকেটে ১৩৭। কার্টন ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন। ১৩৮ রান তোলাটা আয়ারল্যান্ডের কাছে মামুলি হলেও তা তারা পারেনি। নিয়মিত উইকেট পড়তে থাকায় তারা শুরু থেকেই বিপর্যয়ে ছিল। জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ার কিছুটা শক্ত হাতে ব্যাট ধরলেও শেষ পর্যন্ত তাদের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১২৫ রান। অ্যাডায়ার সর্বোচ্চ ৩৪ রান করেন।

কানাডার গর্ডন ১৬ ও হেলিগার ১৮ রানে ২টি করে উইকেট নেন।

 ম্যাচসেরা হন নিকোলাস কার্টন। কানাডা গ্রুপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায়।

সর্বশেষ খবর