শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে নিয়ে ভয়ে রোহিতরাও

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রকে নিয়ে ভয়ে রোহিতরাও

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিবেশী দেশ কানাডাকে বিধ্বস্ত করেছিল যুক্তরাষ্ট্র। ব্যাটে-বলে তাদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে অনেকেই বলেছিলেন, পাকিস্তান ও ভারতকেও ছেড়ে কথা বলবে না যুক্তরাষ্ট্র। অবিশ্বাস্য হলেও তা-ই ঘটেছে। বৃহস্পতিবার সাবেক চ্যাম্পিয়ন ফেবারিট পাকিস্তানকে সুপার ওভারে পরাজিত করেছে মার্কিনিরা। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ শুরুর পর এটিকেই বড় অঘটন বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। শুধু তাই নয়, ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র ম্যাজিক দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার আজাহার উদ্দিন।

যুক্তরাষ্ট্রের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। ১২ জুন নিউইয়র্কে খেলবে দুই দেশ। পাকিস্তানের এমন হারে ভারতীয় শিবির সতর্ক। দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে হালকা করে দেখা ঠিক হবে না। ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে যদি হেরে যায় এবং পরের ম্যাচে যুক্তরাষ্ট্র তাদের হারালে ভারতের নকআউট পর্ব খেলা অনিশ্চিত হয়ে পড়বে। কলকাতা থেকে প্রকাশিত এক দৈনিক উল্লেখ করেছে, রোহিতরাও এখন ভয়ে আছেন। যারা পাকিস্তানকে হারাতে পারে তারা ভারতের বিপক্ষে জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না। যুক্তরাষ্ট্র গ্রুপে টানা দুই ম্যাচ জিতে শীর্ষে রয়েছে। ভারতকে হারালেই তাদের নকআউট পর্ব অনেকটা নিশ্চিত। ভারতে সাবেক অধিনায়ক কপিল দেব মনে করেন যুক্তরাষ্ট্র যে খেলা খেলছে সামনে তারা আরও অঘটন ঘটাতে পারে। যা ভারতের জন্য সতর্কবার্তা।

সর্বশেষ খবর