রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র হয়েছিল কিছুদিন আগে। সেই ড্রয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় গতকাল। বাংলাদেশ প্রতিদিন অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ওয়ালটনের এসি, ফ্রিজ, টিভি, টেলিভিশন হাতে পেয়ে আনন্দের হাসি হাসতে হাসতে বাড়ি ফিরেছেন বিজয়ীরা। গত ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন কুইজের আয়োজন করা হয়েছিল। সেই কুইজে অংশ নেন লাখ লাখ পাঠক। বস্তার পর বস্তায় জমা হয় তাদের পাঠানো কুইজের কুপন। সেখান থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় বিজয়ীদের নাম। দুই পর্বে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় প্রথম পর্বে প্রথম পুরস্কার (ওয়ালটন রেফ্রিজারেটর) পেয়েছেন কুমিল্লার নুরুল হক। দ্বিতীয় পর্বে প্রথম পুরস্কার (ওয়ালটন এয়ারকন্ডিশনার ১.৫ টন) পেয়েছেন লক্ষ্মীপুরের জোসনা আক্তার।  দুই পর্বে মোট ২৮ জন পুরস্কর পেয়েছেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের এবং ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

পুরস্কার বিতরণের আগে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ‘ওয়ালটন বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা উন্নত করেছে। আমাদের দেশেই তারা মোটরসাইকেল, ফ্রিজ, এসিসহ নানা পণ্য তৈরি করছে।’ তিনি আরও বলেন, ‘ওয়ালটনের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের সম্পর্ক শুরু থেকেই। আমাদের সঙ্গে তারা সবসময়ই ছিল।’ বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ায় নঈম নিজাম ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারানো আমাদের জন্য বড় প্রাপ্তি।’ কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বাংলাদেশ প্রতিদিন সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের সেরা পত্রিকা। এই পত্রিকা মানুষের অন্তরে পৌঁছে গেছে।’ তিনি ওয়ালটন সম্পর্কে বলেন, ‘আমরা এখন জার্মানির মতো প্রযুক্তিতে উন্নত দেশেও টেলিভিশন রপ্তানি করছি। ওয়ালটন এই কাজটাকে সম্ভব করেছে। এটা আমাদের জন্য অনেক গৌরবের।’ ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘বাংলাদেশের শীর্ষ তিন থেকে পাঁচটা পত্রিকার মধ্যে বাংলাদেশ প্রতিদিনই সেরা। এই পত্রিকার সঙ্গে আমাদের সম্পর্ক অনেকটা পরিবারের মতো।’ এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের।

 

সর্বশেষ খবর