শিরোনাম
রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

ফ্রেঞ্চ ওপেনের রানি সোয়াটেক

ফ্রেঞ্চ ওপেনের রানি সোয়াটেক

ফ্রেঞ্চ ওপেনের নারী এককে বেলজিয়ামের জাস্টিন হেনিন ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে টানা তিনবার চ্যাম্পিয়ন হন। এরপর লাল কোর্টে নারী এককে টানা তিনবারের চ্যাম্পিয়ন এতদিন দেখা যায়নি। তবে হেনিনের রেকর্ডে ভাগ বসালেন পোলিশ মেয়ে ইগা সোয়াটেক। টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জয় করলেন তিনি। গতকাল ফাইনালে সরাসরি সেটে সোয়াটেক হারিয়েছেন ইতালির মেয়ে জেসমিন পাওলিনিকে। ৬-২, ৬-১ গেমে জয় পেয়েছেন সোয়াটেক। সবমিলে ক্যারিয়ারে এটা তার চতুর্থ ফ্রেঞ্চ ওপেন ট্রফি। ২০২০ সালে প্রথমবার জয় করেন ফ্রেঞ্চ ওপেন। এরপর ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে জয় করলেন। ফ্রেঞ্চ ওপেন জয় করে ইগা সোয়াটেক দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এখানে আসতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। আমি এই স্থানটা পছন্দ করি। প্রতিটা বছরই এখানে ফিরে আসার অপেক্ষায় থাকি।’ ফ্রেঞ্চ ওপেনে টানা তিনবার শিরোপাজয়ীদের তালিকায় আছেন মনিকা সেলেসও। তিনি ১৯৯০, ১৯৯১ ও ১৯৯২ সালে টানা তিনবার চ্যাম্পিয়ন হন ফ্রেঞ্চ ওপেনের নারী এককে। এদিকে আজ পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন কার্লোস আলাকারাজ ও আলেক্সান্ডার জেভরভ।

 

 

 

সর্বশেষ খবর