সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

আজকের ম্যাচে চোখ রাখুন

আজকের ম্যাচে চোখ রাখুন

রিশাদ হোসেন

দীর্ঘকায় লেগ স্পিনার রিশাদ হোসেন। এই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেন। হ্যাটট্রিকের আশা জাগানো পারফরম্যান্সে ম্যাচসেরা হন। টি-২০ বিশ্বকাপে অভিষেক ম্যাচে বাংলাদেশের কোনো ক্রিকেটার প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন। শ্রীলঙ্কা ম্যাচে তার বোলিং স্পেল ৪-০-২২-৩।

 

তৌহিদ হৃদয়

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং লাইনের মিডল অর্ডারের মূল ভরসা তৌহিদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের স্নায়ুক্ষয়ী  জয়ী ম্যাচে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মাত্র ২০ বলে। ৪টি ছক্কা ছিল ইনিংসে। হাসারাঙ্গাকে টানা তিন ছক্কা হাঁকান তৌহিদ। নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের ড্রপ-ইন উইকেটে তিনিই টাইগারদের ভরসা।   

 

ডেভিড মিলার

বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন বলে ডেভিড মিলারকে ‘কিলার মিলার’ বলে ডাকেন সতীর্থরা। ১১৮ টি-২০ ক্যারিয়ারে সেঞ্চুরি ২টি। একটি বাংলাদেশের বিপক্ষে। ২০১৭ সালে পচেফস্ট্রোমে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন মাত্র ৩৬ বলে ৭ চার ও ৯ ছক্কায়। পরশু রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে আফ্রিকাকে জেতাতে খেলেন ৫১ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর