সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার সহজ জয়

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার সহজ জয়

আইসিসি টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার রাতে কেনসিংটন ওভালে দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলিংয়ে দাপট দেখিয়েছে অসিরা। জয় পেয়েছে ৩৬ রানে। এ পরাজয়ে বিপদেই পড়েছে ইংলিশরা। বি গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ খেলতেই পারেনি ইংল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে স্কটল্যান্ডের সঙ্গে। ১ পয়েন্ট নিয়ে ইংলিশদের অবস্থান চার নম্বরে। এই গ্রুপে তিন পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড আছে দুইয়ে। সব দলেরই এই গ্রুপে দুটি করে ম্যাচ বাকি। অস্ট্রেলিয়ার পথ বেশ সহজ। তবে ইংল্যান্ডকে পরের দুই ম্যাচ কেবল জিতলেই হবে না, রানরেটও বাড়িয়ে নিতে হবে। না হলে স্কটল্যান্ড সুপার এইটের টিকিট পেয়ে যেতে পারে! শনিবার ব্যাট হাতে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই বড় স্কোর গড়তে পারেননি। তবে বেশ সহজেই ২০১ রান করেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ডেভিড ওয়ার্নার। তিনি ১৬ বলের ইনিংসে ২টি চার ছাড়াও ৪টি ছক্কা হাঁকান। এ ছাড়া মিচেল মার্শ ২৫ বলে ৩৫, ট্রেভিস হেড ১৮ বলে ৩৪, মারকুস স্টয়নিস ১৭ বলে ৩০ রান করেন। ম্যাক্সওয়েল ২৮ ও ম্যাথু ওয়েড করেন ১৭ রান। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান ২টি এবং মঈন আলি, জোফরা আর্চার, আদিল রশিদ ও লিয়াম ১টি করে উইকেট শিকার করেন। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬৫ রানে শেষ হয় ইংলিশদের ইনিংস। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন জস বাটলার। এ ছাড়া ফিল সল্ট ৩৭, মঈন আলি ২৫, হ্যারি ব্রুক ২০ ও লিয়াম ১৫ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন হ্যাজলউড ও স্টয়নিস। ম্যাচসেরার পুরস্কার জয় করেন অ্যাডাম জাম্পা।

সর্বশেষ খবর