সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

আকিল ম্যাজিকে ওয়েস্ট ইন্ডিজের জয়

আকিল ম্যাজিকে ওয়েস্ট ইন্ডিজের জয়

আইসিসি টি-২০ বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই দিল না নবাগত উগান্ডাকে। গতকাল সকালে জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে ১৩৪ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিংয়ে নেমে বিশ্বকাপের স্বাগতিকরা ৫ উইকেটে ১৭৩ রান করে। জবাব দিতে নেমে ১২ ওভারে ৩৯ রান করেই অলআউট হয় উগান্ডা। এই জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে সি গ্রুপের দুই নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। সমান পয়েন্ট রয়েছে আফগানিস্তানেরও। তবে তারা রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে। গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। জনসন চার্লস সর্বোচ্চ ৪৪ রান করেন। এ ছাড়া আন্দ্রে রাসেল ৩০, পাওয়েল ২৩, রাদারফোর্ড ২২, নিকোলাস পুরান ২২ রান করেন। উগান্ডার পক্ষে ব্রায়ান মাসাবা ২টি এবং আলপেশ, কসমস ও দিনেশ ১টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে আকিল হোসেনের বোলিং তোপের সামনে গুটিয়ে যায় উগান্ডা। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন জুমা মিয়াগি। বাকি কেউ দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। আকিল হোসেন মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এ ছাড়া আলজারি ২টি এবং রোমারিও, আন্দ্রে রাসেল ও গোদাকেশ ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন আকিল হোসেন।

সর্বশেষ খবর