সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের জয়

ক্রীড়া প্রতিবেদক

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের জয়

ক্রিকেটে কখন কী ঘটে বলা মুশকিল। টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে পাকিস্তানের যায় যায় অবস্থা। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে বাবর আজমরা হারাবেন তা অনেকের কাছে অবিশ্বাস্যই মনে হচ্ছিল। কিন্তু অন্য প্রতিপক্ষের বিপক্ষে যাই ঘটুক না কেন দুই দেশের ম্যাচের মেজাজই থাকে আলাদা। এখানে কে হাসবে বা কাঁদবে ভবিষ্যদ্বাণী করাটাই বোকামি। গতকাল নিউইয়র্ক কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ১১৯ রানে অলআউট হলে মনে হচ্ছিল ম্যাচ পাকিস্তান সহজে জিতে যাবে। কিন্তু তা আর হলো না।  মাঠের চিরশত্রু পাকিস্তানকে ৬ রানে হারিয়ে সুপার এইটের পথে ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের সুপার এইটে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ল। ভারত ও যুক্তরাষ্ট্র টানা দুই ম্যাচ জিতেছে। পাকিস্তানের এখন আয়ারল্যান্ড ও কানাডার বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে। দুই ম্যাচ জিতলেও তারা বিশ্বকাপে টিকে থাকবে কিনা তা সময় বলে দেবে। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গোটা পাকিস্তানে বাবরদের ঘিরে যে তিরস্কারের ঝড় বয়ে যাচ্ছিল। গতকাল জিতলে তা অনেকটাই থেমে যেত। দুই দেশের ম্যাচ এখনো দর্শকদের টানে। টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতকে। বাবরের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা ভারতের ব্যাটিং বিপর্যয়ে প্রমাণ হয়। ১৯ রানে কোহলি ও রোহিত সাজঘরে ফেরত যান। তৃতীয় উইকেট জুটিতে পান্থ ও প্যাটেল ৩৯ রান তুললেও লাভ হয়নি। ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়। নাসিম শাহ ও রউফ তিনটি করে উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ের ধস নামান। মোহাম্মদ আমির ২ উইকেট পান। ১২০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পাকিস্তান শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১১৩ রান তোলে। ৬ রানে জিতে যায় ভারত।

সর্বশেষ খবর