মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

জেলখাটা লামিচান বিশ্বকাপে

জেলখাটা লামিচান বিশ্বকাপে

নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচান। অথচ টি-২০ বিশ্বকাপে তার দেখা নেই। ভিসা না পাওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। ডালাসে প্রথম ম্যাচে তাই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারেননি। তিনি খেলতে পারবেন না দ্বিতীয় ম্যাচও। কারণ আগামীকাল ভোরে নেপাল ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে ফ্লোরিডায়। ২০২২ সালে নেপালের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দোষী প্রমাণিত হলে লামিচানকে জেল খাটতে হয়েছে। আট বছরের কারাদন্ড দেওয়া হয় তাকে। স্বাভাবিকভাবে নেপালের জাতীয় দল থেকে বাদ পড়ে যান। গত ১৫ মে আদালত তাকে নির্দোষ ঘোষণা করলে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়। কিন্তু সবাইকে ভিসা দিলেও লামিচানকে দেয়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে না পারলে আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে গ্রুপের শেষ দুটি ম্যাচ খেলবেন।আগামী শনিবার দক্ষিণ আফ্রিকা ও সোমবার বাংলাদেশের বিপক্ষে লামিচান খেলবেন। দুটি ম্যাচই হবে সেন্ট ভিনস্টের কিংস টাউনে। ইতোমধ্যে তিনি দ্বীপপুঞ্জে পৌঁছেও গেছেন।

 

 

 

সর্বশেষ খবর