মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানের বিদায়ঘণ্টা!

ক্রীড়া ডেস্ক

আইসিসি টি-২০ বিশ্বকাপের গত আসরে ফাইনাল খেলেছে পাকিস্তান। চলমান আসরেও তাদের পক্ষে বাজির দরটা বেশ উঁচুই ছিল। তবে প্রথম দুই ম্যাচ খেলেই বিদায়ের পথটা দেখে নিতে হলো পাকিস্তানকে। যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে হেরে গেছে পাকিস্তান। এরপর রবিবার ভারতের কাছে হারল ৬ রানে। টানা দুই পরাজয়ের পর বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজছে পাকিস্তানের।

টি-২০ বিশ্বকাপে এ গ্রুপে খেলছে পাকিস্তান। এই গ্রুপে টানা দুই ম্যাচ জিতে রানরেটে এগিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে রানরেটে কিছুটা পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে পাকিস্তান। এক ম্যাচ জিতে কানাডার অবস্থান দুই পয়েন্ট নিয়ে তিনে। পাকিস্তান চার ও আয়ারল্যান্ড পাঁচে আছে। এ দুই দলের কোনো পয়েন্ট নেই। সামনের দুই ম্যাচে পাকিস্তান খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের সঙ্গে। এই দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলে গ্রুপপর্ব পাড়ি দেওয়ার একটা সুযোগ আসতেও পারে তাদের। যুক্তরাষ্ট্র পরের দুই ম্যাচে খেলবে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে। এ দুই ম্যাচেই যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে পরাজিত হলে পাকিস্তান খেলতে পারে সুপার এইটে। আর যুক্তরাষ্ট্র যদি একটা পয়েন্টও কোনোভাবে পেয়ে যায়, পাকিস্তানের সব আশা শেষ হয়ে যাবে। ভারত পরের দুই ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। দুই ম্যাচেই তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। এ গ্রুপ থেকে ভারতের সঙ্গী হতে পারে যুক্তরাষ্ট্রই! পাকিস্তানের বিদায়ঘণ্টা কি তবে বাজিয়ে দিল ভারত!

 

 

সর্বশেষ খবর