মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

মেসির আর্জেন্টিনার জয়

ক্রীড়া ডেস্ক

মেসির আর্জেন্টিনার জয়

কোপা আমেরিকার লড়াই শুরু হতে বেশি দেরি নেই। ২১ জুন আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আমেরিকান ফুটবলের সেরা এ আসর। এর আগে প্রস্তুতিটা ঝালিয়ে নিচ্ছে দলগুলো। গতকাল কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। ম্যাচের ৪০ মিনিটে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বদলি হিসেবে এই ম্যাচে খেলেছেন লিওনেল মেসিও। কোপা আমেরিকার এবারের আসর হবে যুক্তরাষ্ট্রের ১৪টি শহরের ১৪টি ভেন্যুতে। ১৬টি দল অংশ নিচ্ছে আসন্ন টুর্নামেন্টে। আর্জেন্টিনা এ গ্রুপে পেরু, চিলি ও কানাডার মুখোমুখি হবে। গত আসরে আর্জেন্টিনা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও কি শিরোপা ধরে রাখবেন মেসিরা! এদিকে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে রবিবার জয় পেয়েছে ইতালি। তারা ১-০ গোলে হারিয়েছে বসনিয়াকে। ইতালির পক্ষে গোলটি করেন ফ্রাত্তেসি। প্রীতি ম্যাচে ফ্রান্সকে আটকে দিয়েছে কানাডা। গোলশূন্য ড্র করেছে দুই দল। এ ছাড়া স্লোভাকিয়া ৪-০ গোলে হারিয়েছে ওয়েলসকে। ইউরো কাপের লড়াই শুরু হচ্ছে ১৪ জুন থেকে। চূড়ান্ত পর্বে নামার আগে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে দলগুলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর