শিরোনাম
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

আবাহনী ৪০২, দিলারার ১৬৪

আবাহনী ৪০২, দিলারার ১৬৪

ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল ঢাকা আবাহনী লিমিটেড। তাও আবার নারী ক্রিকেট লিগে, পুরুষ প্রিমিয়ারে ৫০ ওভারের ম্যাচে কোনো দল ৪০০ রান তুলতে পারেনি। সেখানে নারী লিগে আবাহনী টানা দুই ম্যাচে ৪০০-এর ওপরে রান তুলল। আগের ম্যাচে ৪০৪ রানের কীর্তি গড়েছিল। গতকাল সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে ৪০২ রান তোলে। শুধু তাই নয় দলের নির্ভরযোগ্য ব্যাটার দিলারা আক্তার টানা দুই ম্যাচে সেঞ্চুরিও হাঁকালেন। আগের ম্যাচে ৫৮ বলে ১০৪ আর গতকাল ৯৫ বলে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আবাহনীর ৪০৪ রানের জবাবে সিটি ক্লাব ৫২ রানে অলআউট হলে ৩৫০ রানের বিশাল ব্যবধানে হেরে যায় তারা। আগের ম্যাচে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে ৩৬ রানে গুটিয়ে মেয়েদের লিগে সর্বোচ্চ ৩৬৮ রানে জেতার রেকর্ড গড়ে আবাহনী।

দিলারা ও শারমিন ওপেনিং জুটি থেকে ২৬৮ রান আসে। ৪০ বলে হাফ সেঞ্চুরি করেন দিলারা। এরপর সেঞ্চুরি পৌঁছাতে লাগে আরও ২৬ বল। দেড়শ স্পর্শ করেন ৮৮ বলে। শারমিন করেন ৬৫ রান। জাহানারা ২৬ রানে ৫ উইকেট নেন।

আট ম্যাচে ৭টি জয় পেয়ে লিগে আবাহনীর অবস্থান এখন দ্বিতীয় স্থানে। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান আট ম্যাচে ৮টিতেই জয় পেয়ে শীর্ষে রয়েছে। তৃতীয় স্থানে রূপালী ব্যাংক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর